অর্থ অপব্যবহারের অভিযোগ-লুলার বিরুদ্ধে মামলা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাজধানী ব্রাসিলিয়ার একটি আদালতে এ মামলা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। দুই দফা প্রেসিডেন্ট থাকার পর রেকর্ড ৮৭ শতাংশ মানুষের সমর্থন থাকা অবস্থায় এ বছরের শুরুতে ক্ষমতা ছাড়েন লুলা।
তাঁকে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে সফল ও জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়।
বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ২০০৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ব্রাজিলের এক কোটি ছয় লাখ অবসরপ্রাপ্ত কর্মীর কাছে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। উদ্দেশ্য ছিল, বয়স্কদের জন্য কম সুদে ঋণের একটি প্রকল্পের কথা জনগণকে জানানো। কিন্তু মঙ্গলবার আইনজীবীরা অভিযোগ করেছেন, বিএমজি নামের একটি ব্যাংককে লাভবান করতেই রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ওই সব চিঠি পাঠান লুলা। অভিযোগকারী আইনজীবী লুসিয়ানা ওলিভিয়েরা বলেন, 'এক কোটি চিঠি পাঠাতে রাষ্ট্রীয় তহবিলের প্রায় ৬০ লাখ ডলার ব্যয় হয়েছে। কিন্তু আমাদের তদন্তে দেখা গেছে, ওই চিঠির বিন্দুমাত্র কোনো সামাজিক বা শিক্ষামূলক ভূমিকা ছিল না। বরং নিজের প্রচার ও একটি ব্যাংককে লাভবান করার লক্ষ্যে বিজ্ঞাপন হিসেবে এসব চিঠি পাঠানো হয়। কারণ তখন একমাত্র বিএমজি ব্যাংকই কম সুদের ওই ঋণ দিত।' একই মামলায় লুলার আমলের সামাজিক নিরাপত্তা মন্ত্রী আমির লান্দোকেও অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, লুলার সমর্থন পেয়েই তাঁর বিশ্বস্ত সহকর্মী হিসেবে পরিচিত দিউমা হুসেফ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.