তটিনী By মুহাম্মাদ আমানুল্লাহ

তটিনী তেরসা নদী-
করে বার বার ভুল,
ভাঙ্গে কুল রাখে খোলা আলুথালু চুল,
টিকালো নাকের ‌‌ভাঁজে জ্বেলেছে মুক্তোর দীপশ্বেত নাকফুল।
তটিনী মানেনা ব্যাকরণ-
শুধু অকারণ কবিতা ও কথা লিখে,
চিকন নধর দেহ সুপুরিগাছের মতো একহারা লিকলিকে।
তটিনী মেলছে ডানা
হৃদয়ে বাঁধছে দানা-রমণের বিষ,
উড়ু উড়ু মন যখন তখন বাজে মুঠোফোন অহর্নিশ।
সাজছে প্রথম নারী-
তটিনী পরছে শাড়ি, বাড়ি বাড়ি পই পই করে ফিরে,
রঙের বারতা মেখে ছুটছে সে এঁকেবেঁকে নোঙর বসাবে বুঝি শবরের তীরে।
তটিনী উতলা বেশ
খুলছে হৃদয়দেশ যাদুর সকল জানালা কপাট,
জাতমান ভুলে চড়বে রতির শূলে তালিম নেয় সে প্রেম-প্রণয়ের পাঠ।
২১.০৩.২০১২ইং
চট্টগ্রাম।


মুহাম্মাদ আমানুল্লাহ, শিক্ষক-শিক্ষা ক্যাডরের কর্মকর্তা।  aman_cox@yahoo.com
যোগাযোগ-ননটেকনিক্যাল স্টাডিজ বিভাগ,চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট।ফোন-০১৭১৩-৬৭৪৩০০

No comments

Powered by Blogger.