কামরাঙ্গীরচরে বিএনপির হরতাল,সংঘর্ষে আহত ১০-গ্রেফতার ৩

রাজধানীর কামরাঙ্গীরচরে বিএনপি সকাল-সন্ধ্যা ঢিলেঢালা হরতাল পালন করেছে। এ সময় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। এছাড়া পিকেটিং করার সময় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে ১ জন আহত হয়েছে।


তবে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের নির্বাচনী এলাকা হলেও হরতালের মাঠে দেখা যায়নি তাঁকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টায় কামরাঙ্গীরচর বড়গ্রাম এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় সরকারদলীয় ক্যাডারদের ধাওয়ার মুখে পড়েন তাঁরা। একপর্যায়ে উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পিকেটাররা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। এ সময় উভয় গ্রুপের ধাওয়া পাল্টাধাওয়ায় ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি কর্মী সজিব, ওমর আলী ও আব্দুল জলিলকে গ্রেফতার করে। এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানার ওসি একেএম নাসির উল্লাহ জানান, সকালে হঠাৎ করে বড়গ্রাম এলাকায় একটি মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা সিএনজির ওপর হামলার চালায়। সেখান থেকে পিকেটার সজিবকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে হুজুর পাড়া এলাকা থেকে ওমর আলী ও চাঁদ মসজিদ এলাকা থেকে আব্দুল মজিদকে আটক করা হয়। ওসি জানান, কোন অনাকাক্সিক্ষত ঘটনা যাতে না ঘটে এজন্য ডিএমপি থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এদিকে সকালে মাদবর বাজার, রসুলপুর, বড়গ্রাম, হুজুরপাড়া এলাকায় কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের নেতারা লাঠি মিছিল করেন। উল্লেখ্য, শুক্রবার কামরাঙ্গীরচর খোলোমুড়া ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ থানা বিএনপির সদস্য সচিব মোঃ নাঈমসহ ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।

No comments

Powered by Blogger.