হুমায়ূন আহমেদের মৃত্যু-কলকাতায় কবি সাহিত্যিকদের শোক

বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুতে কলকাতার লেখক-পাঠকদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল শনিবারও কলকাতার অনেক পত্রিকায় তাঁকে নিয়ে বিভিন্ন সংবাদ ছাপা হয়। এসব প্রতিবেদনে বলা হয়, এই উপমহাদেশ বাংলা সাহিত্যের এক কিংবন্তি লেখককে হারাল। বাংলা সাহিত্যের এই ক্ষতি অপূরণীয়।


পশ্চিমবঙ্গের প্রখ্যাত লেখক ও সাহিত্যিকেরা হুমায়ূন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
প্রখ্যাত কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘ভাবতেই পারছি না বন্ধু হুমায়ূন আহমেদ আর আমাদের মাঝে নেই। সাহিত্যের সব ক্ষেত্রেই ছিল তাঁর অগাধ পাণ্ডিত্য। বাংলা সাহিত্যের এই ক্ষতি অপূরণীয়।’
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, ‘হুমায়ূন আহমেদ তাঁর গল্পের বুনট দক্ষতার সঙ্গেই সৃষ্টি করেছেন। সংলাপ রচনায় ছিলেন সিদ্ধহস্ত। আজ আমরা বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভাকে হারালাম।’
সাহিত্যিক সমরেশ মজুমদার বলেছেন, বাংলা সাহিত্যে তাঁর অবদান যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে।
কবি শঙ্খ ঘোষ বলেছেন, এটা দুঃখের কথা। সাহিত্য জগতের তাঁর জায়গাটা শূন্য হয়ে গেল।
কবি সুবোধ সরকার বলেছেন, ‘হুমায়ূন আহমেদ নেই ভাবতেই পারছি না। অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলা সাহিত্যের।’
লেখক শংকর বলেছেন, বাংলা সাহিত্যের জনপ্রিয়তায় হুমায়ূন আহমেদ সব রেকর্ড ভঙ্গ করেছেন। সাহিত্যিক সূচিত্রা ভট্টাচার্য বলেছেন, বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদ এক বিরল ব্যক্তিত্ব। লেখিকা চিত্রা লাহিড়ী বলেছেন, বাংলা সাহিত্যের এই ক্ষতি পূরণ হওয়ার নয়। সাহিত্যিক আশীষ সান্যাল বলেছেন, হুমায়ূন আহমেদের লেখা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।

No comments

Powered by Blogger.