শীতের সকালে টেলিভিশন by জিনিয়া জাহীন

একবার স্কুলের টার্ম পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে গিয়েছিলাম ‘টেলিভিশন’ রচনাটি। কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলাম, রচনা এসেছে শীতের সকাল। আমি তো ‘শীতের সকাল’ কিছুই পড়িনি। আর ২০ নম্বর ছেড়েও তো পরীক্ষার হল থেকে আসা যায় না। কী আর করা, আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করলাম।


‘বাংলাদেশ ষড়ঋতুর দেশ। শীতকাল তার মধ্যে অন্যতম। শীতের সকালে কম্বল মুড়ি দিয়ে ভাপা পিঠা খেতে খেতে টেলিভিশন দেখার মজাই আলাদা। টেলিভিশন আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর অবদান। টেলিভিশন আসলে বেতারযন্ত্রেরই পরিবর্ধিত রূপ। জার্মান বিজ্ঞানী পল নেপকৌ প্রথমে টেলিভিশনের সম্ভাব্যতা নিয়ে অভিমত ব্যক্ত করেন। আর এটি আবিষ্কার করেন বিজ্ঞানী বেয়ার্ড...’ এভাবেই কোনোক্রমে শীতের সকাল রচনা সম্পূর্ণ লিখে এসেছিলাম সেদিন আমি।
 চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম।

No comments

Powered by Blogger.