এ সংখ্যা শুধুই আপনাদের-শীত!

দেশের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ অলস তা জানার জন্য আলাদা জরিপের প্রয়োজন নেই। রস+আলোর পাঠক সংখ্যাগুলোতে পাঠকদের অংশগ্রহণ দেখলে সহজেই তা বের করা যায়। অবস্থাটা একবার ভেবে দেখুন, শীত বিষয়ক লেখা নিয়ে পাঠক সংখ্যা হবে—এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই রস+আলো কার্যালয় ভরে উঠল নানা রকম


খামে। দেশের একটা বিরাট অংশ কাজকর্ম ফেলে শীত নিয়ে লেখা পাঠিয়ে দিল। তাদের কল্যাণে বাংলাদেশে কত ধরনের খাম পাওয়া যায় তা আমাদের খুব ভালোভাবে জানা হয়ে গেছে। আমরা ভেবেছিলাম, এবার যে শীত পড়েছে তাতে কেউ লেপের নিচ থেকে বেরোবেই না। শীত নিয়ে লেখা তো বহু দূরের ব্যাপার। বড় আরামে ছিলাম। কেউ লেখাও পাঠাবে না, আর আমাদেরও কষ্ট করে বাছাই করতে হবে না। কিন্তু আমাদের সেই আরাম যে হারাম হয়ে গেছে এই পাঠক সংখ্যাই তার জ্বলন্ত প্রমাণ। (ইশ! এই শীতের মধ্যে শীত বিষয়ক লেখা পড়া কি চাট্টিখানি কথা!) আচ্ছা ভাই, আসলেই কি আপনাদের কোনো কাজ নেই? আমরাও বললাম আর আপনারাও লেখা পাঠিয়ে দিলেন? কাগজ, কলম, খাম—এসব জিনিস কি আপনাদের বাড়িতে বেশি হয়ে গেছে? নাহ, আপনাদের এসব বলে লাভ নেই। আপনারা হাল ছাড়বেন না। কি আর করা, এই পাঠক সংখ্যা তো গেল, এবার পরবর্তী পাঠক সংখ্যার জন্য প্রস্তুত হয়ে যান। বিষয় হলো ‘স্কুল’। এই মুহূর্তে যে যেখানে বসে এই রস+আলো পড়ছেন আশা করছি, সবাই একবারে না হোক কয়েকবারে হলেও স্কুল পাশ দিয়ে এসেছেন বা এখনো পড়ছেন। সেই স্কুলের, ক্লাসরুমের যে কোনো মজার ঘটনা সংক্ষেপে লিখে ১৫ ফেব্রুয়ারির মধ্যে পাঠিয়ে দিন আমাদের কাছে। লেখার নিচে অবশ্যই আপনার নাম, ঠিকানা লিখতে হবে।
লেখা পাঠানোর ঠিকানা:
পাঠক সংখ্যা স্কুল
রস+আলো
প্রথম আলো, সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

No comments

Powered by Blogger.