সংখ্যায় ৭ দিন

১০০ ফ্রেঞ্চ লিগে লিলের হয়ে টানা ১০০ ম্যাচ খেললেন ইডেন হাজার্ড। গত সপ্তাহে আজাক্সিওর বিপক্ষে লিলের হয়ে তাঁর টানা এই উপস্থিতির যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের অক্টোবরে। ৬০ মন্টো কার্লো মাস্টার্স টেনিসে কাজাখস্তানের মিখাইল কুকুশকিনকে রাফায়েল নাদাল হারিয়েছেন মাত্র ৬০ মিনিটে।
তাঁর অনুকূলে ম্যাচের স্কোর লাইন—৬-১, ৬-১।
২৭
আন্তর্জাতিক ক্লাব ফুটবলে ২৭ বছর পর ঘরের মাঠে গত সপ্তাহে প্রথম হেরেছে ব্রাজিলের ফ্লুমিনেন্স। ২-০ গোলে বোকার জয়ে ছেদ পড়েছে ফ্লুমিনেন্সের টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড।
১৯
বছর পর কোনো ক্যারিবীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে ১০ উইকেট নিলেন কেমার রোচ। পোর্ট অব স্পেন টেস্টে রোচের এই কীর্তির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন কার্টলি অ্যামব্রোস ১৯৯৩ সালে, অ্যাডিলেডে।
১২
চ্যাম্পিয়নস লিগের এক আসরে ব্যক্তিগত সর্বোচ্চ বার গোলের রুড ফন নিস্টলরয়ের (২০০২-০৩ মৌসুমে) রেকর্ড এবার ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি (১৪)। আর ডাচ স্ট্রাইকারকে ছুঁয়েছেন মারিও গোমেজ (১২)।

No comments

Powered by Blogger.