বাংলা ডোমেইন-সুদূরপরাহত থেকে যাবে?

আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ_ সংক্ষেপে আসকি ক্যারেকটার এনকোডিং স্কিম মূলত ইংরেজি ভাষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এ স্কিমে ইংরেজি ছাড়া অন্য ভাষায় ডোমেইন নেম লেখার সুযোগ নেই। কিন্তু ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইকান) এখন ইউনিকোড সিস্টেমকে অনুমোদন দিয়েছে।


এ সিস্টেমে ইংরেজির বাইরে অন্য ভাষাগুলোতে ডোমেইন নেম লেখা যায়। ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম সিস্টেমটির মাধ্যমে বিভিন্ন ভাষায় ডোমেইন নেম লেখার ব্যবস্থা হলেও খুব বেশি দেশ এটি আত্মস্থ করেনি। কারণটি খুব সহজবোধ্য। ইন্টারনেট গুণগতভাবে আন্তর্জাতিক মাধ্যম, একটি ওয়েবসাইটের কনটেন্ট যে ভাষাতেই থাকুক, সবাই চায় ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটরের সাহায্যে প্রয়োজনীয় সাইটটি সহজে খুঁজে পেতে এবং তা ব্যবহার করতে। বাংলা ভাষা নিয়ে গর্ব সত্ত্বেও অনেকের কাছেই তাই বাংলা ইউনিকোড সিস্টেমে ডট বাংলা সাইটের প্রস্তাবটি বাস্তবোচিত মনে হয়নি। অবশ্য বাংলা সাইটের উদ্যোগ নিয়ে গত আড়াই বছরে সরকারও খুব সফলতা দেখাতে পারেনি। বলা যায়, এ স্বপ্ন পূরণ এখনও সুদূরপরাহত। তবে বাংলা ডোমেইন নেম চালু হলে তা জনপ্রিয় হবে এমন ভাবার অবকাশ নেই। প্রথম কারণ, ইংরেজি ডোমেইন নেমের জনপ্রিয়তা। দ্বিতীয় কারণ, দেশীয়_ বিশেষত সরকারি ব্যবস্থাপনার প্রতি অনাস্থা। ডট বিডি ডোমেইন নেমের অজনপ্রিয়তার পেছনে সরকারি ব্যবস্থাপনাকেই মূলত দায়ী করা হয়। দেশে অনলাইনে সরাসরি ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই ডোমেইন নেম ও হোস্টিং কেনার জন্য উদ্যোক্তাদের তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হয়। নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হলে অনলাইনে ক্রয়-বিক্রয় অবাধ রাখার বিকল্প নেই। অথচ এ জরুরি কাজটিই বাস্তবায়িত হচ্ছে না। এ কাজের পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগগুলো এগিয়ে নিতে হবে, সেবার মান বাড়াতে হবে_ যাতে উদ্যোক্তারা দেশীয় ডোমেইন ও হোস্টিং ব্যবহারে উৎসাহিত হন। প্রতিযোগিতামূলক বাজারে ভালো করতে হলে ডোমেইন ও হোস্টিং ব্যবস্থাপনা বেসরকারি উদ্যোগে ছেড়ে দেওয়া যেতে পারে। বাংলাদেশ ডট বিডির পাশাপাশি ইংরেজি-বাংলা দুই ভাষাতেই বাংলা ডোমেইন চালু হতে পারে। তবে রক্ষণশীল মনোভাব নিয়ে নতুন প্রযুক্তির ক্ষেত্রে খুব বেশি এগোনো সম্ভব না। সরকারি নানা উদ্যোগের ক্ষেত্রে শ্লথগতি ও নেতিবাচক মনোভাব অতীতে ইন্টারনেট খাতকে ভুগিয়েছে। এ ধারা অব্যাহত থাকা উচিত নয়।

No comments

Powered by Blogger.