আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ ছিল না: বিচারপতি হাবিবুর রহমান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, গত বছর জুড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ ছিল না। এসব বিষয় নিয়ে নেতিবাচক চিন্তা না করে নতুন বছরে সবাইকে সাফল্য অর্জনে সচেষ্ট হতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী  চৌধুরী সিনেট ভবনে ‘এথিকস ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এথিকস ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. এম ই চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ম্যাক্স গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ড. গওহর রিজভী বলেন, সারাদেশের নীতি নৈতিকতার শিক্ষাকে ছড়িয়ে দিতে পারলে দেশে যে অন্যায়-অবিচার চলছে তা কমে যাবে। এছাড়া ১লা জানুয়ারিকে নৈতিকতা দিবস হিসেবে ঘোষণা করার একটি প্রস্তাব কেবিনেটে উত্থাপন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশ বিভাগ ও স্বাধীনতা যুদ্ধের সময় আমরা অনেক আদর্শ শিক্ষককে হারিয়েছি। স্বাধীনতার পর শিক্ষকতা পেশায় ব্যবসা ঢুকে গেছে। ফলে বর্তমানে শিক্ষকদের মাঝে নৈতিকতার অবক্ষয় ও নৈতিকতাবোধের অভাব দেখা যাচ্ছে। অনুষ্ঠানে ১২ জন শিক্ষক ও ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও রচনা প্রতিযোগিতায় ৬ জনকে শীর্ষ রচনা রচয়িতার পুরস্কার দেয়া হয়।

No comments

Powered by Blogger.