বেলামির জোড়া গোলে লিভারপুলের সহজ জয়

স্পোর্টস ডেস্ক: ২০১১ সালটা জয় দিয়েই শেষ করলো ইংলিশ ক্লাব লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লীগে বছরের শেষ ম্যাচে পরশু ক্রেইগ বেলামির জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে অল রেডরা। তাই ভাগ্যের জোরে এগিয়ে গিয়েও নিউক্যাসল ইউনাইটেডকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। লিভারপুলের পক্ষে ৩ নম্বর গোলটি আসে বদলি খেলোয়াড় স্টিফেন জেরার্ডের পা থেকে। অ্যানফিল্ডে খেলার ২৫ মিনিটেই এগিয়ে যায় নিউক্যাসল। রায়ান টেইলর উঁচু করে বল ফেলেন লিভারপুলের বক্সে। মাথা দিয়ে সেই বল জালের দিকে ঠেলে দেন ইয়োহান ক্যাবাই। গোলরক্ষক পেপ রেইনাও ছিলেন বলের লাইনেই। কিন্তু লিভারপুলের রক্ষণভাগের খেলোয়াড় ড্যানিয়েল অ্যাগারের গায়ে লেগে বল জড়িয়ে যায় লিভারপুলের জালে। এর পাঁচ মিনিট পরই অবশ্য গোল করে লিভারপুলকে সমতায় ফেরান ক্রেইগ বেলামি। লিভারপুলের আক্রমণে নিউক্যাসলের রক্ষণভাগের এক খেলোয়াড় বল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার জোর চেষ্টা চালালেও পারেননি। বল চলে যায় বেলামির পায়ে। যেখান থেকে গোল করতে কোন অসুবিধা হয়নি তার। বেলামি তার দ্বিতীয় গোলটি করেন ৬৭ মিনিটে, ফ্রি কিক থেকে। আর ইংলিশ ফরোয়ার্ড জেরার্ড তার গোলটি করেন ৭৮ মিনিটে। লিভারপুল ১৯ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে। সমান খেলায় নিউক্যাসলের পয়েন্ট ৩০। দলটি আছে সাত নম্বরে। ১৮ খেলায় ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। দলটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্টও ৪৫। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল।

No comments

Powered by Blogger.