চোট কাটিয়ে মাঠে ফিরছেন ভেট্টোরি

স্পোর্টস ডেস্ক: অপেক্ষার প্রহর শেষ হতে হতে চলেছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির। পায়ের চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই বাঁহাতি অলরাউন্ডার। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্ট ও ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি ভেট্টোরি। কিন্তু এইচআরভি কাপের চতুর্থ রাউন্ডে সেন্টারবারির বিপক্ষে নর্দার্ন ডিস্ট্রিক্টসের দলে রাখা হয়েছে ভেট্টোরিকে। গত ৯ই ডিসেম্বর হোবার্ট টেস্ট শুরু হওয়ার ঠিক আগে চোট পাওয়া বাম পায়ের পেশিতে আবার টান পড়েছিল এই বাঁহাতি স্পিনারের। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার ম্যাচে ভেট্টোরি গ্যালারিতে বসে দর্শকের ভূমিকাতেই থাকতে হয়েছিল। ওই ম্যাচেই অস্ট্রেলিয়ার মাটিতে ২৬ বছর পর টেস্ট জয়ের খরা ঘুচিয়েছিল ব্ল্যাক ক্যাপরা। মাঝে বেশ কিছুদিন ম্যাচ না খেলায় অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও তার নাম পিছিয়েছে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে এবং ওয়ানডেতে ৭ নম্বরে রয়েছেন তিনি।

No comments

Powered by Blogger.