মৌলভীবাজার যুব ইউনিয়নের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি: যুব ইউনিয়ন প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শহরের চৌমোহনা চত্বরে যুব ইউনিয়ন জেলা কমিটি যুদ্ধাপরাধীদের জন্য প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে রাজাকার আল-বদরদের ফাঁসি দেয়। যুব ইউনিয়ন ছাড়াও জেলা ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। জেলা সভাপতি আবদুল মতিন চৌধুরীর সভাপতিত্বে এ মানববন্ধনে আইনজীবী মাসুক আহমদের পরিচালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বুলু, যুব ইউনিয়ন নেতা মাহবুব করিম মিন্টু, গোলাম মোস্তফা পাবেল, জাহাঙ্গীর পাবেল, আবদুর রব, জেলা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক ইফরাত আরা নিপা প্রমুখ। মানববন্ধনে বক্তারা, জাতিকে কলঙ্ক মুক্ত করতে গণমানুষের দাবি ’৭১ সালে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের কাজ ত্বরান্বিত করে নতুন বছরে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

No comments

Powered by Blogger.