নকিয়ার ‘লিজেন্সড রিমেইড’ কনসার্ট

স্টাফ রিপোর্টার: হাজার হাজার সংগীতপ্রেমী নকিয়া ভক্ত ৩০শে ডিসেম্বর বিকালে নকিয়ার ‘লিজেন্ডস রিমেইড’ কনসার্টে সমবেত হন। নকিয়া অনুরাগীদের সবচেয়ে পছন্দের এই আয়োজনে এবার পারফর্ম করে সোলস, অর্থহীন, এলআরবি ও মাইলস।  বিকাল ৫টা ৩০মিনিটে সোলস-এর মঞ্চে ওঠার মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। এরপর একে একে মঞ্চে আসে এলআরবি, মাইলস ও অর্থহীন। রাত ৯টা পর্যন্ত একটানা সংগীত পরিবেশিত হয়। সন্ধ্যায় তীব্র শীত উপেক্ষা করে কনসার্টে আগত সংগীতপ্রেমীদের আনন্দ ও আবেগ ছিল সুতীব্র। ড়সোলস তাদের পরিবেশনা শুরু করে তাদের জনপ্রিয় গান-‘এই মুখরিত জীবন’ পরিবেশনার মধ্য দিয়ে। এরপর ‘এ এমন পরিচয়’, ‘বন্ধু তোকে মিস করছি ভিশন’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’, ‘ব্যস্ততা আমাকে দেয় না অবসর’, ও ‘দেখা হবে বন্ধু’ গানগুলো পরিবেশন করে। মাইলসের শাফিন আহমেদ তার বিখ্যাত ‘চাঁদ তারা’ গান কণ্ঠে নিয়ে মঞ্চে আসেন। তারপর গেয়ে শোনান ‘শেষ ঠিকানা’, ‘দরদীয়া’, ‘হৃদয়হীনা’ এবং একের পর এক তার অসাধারণ শ্রোতাপ্রিয় সব গান। এরপর মঞ্চে নিজেদের দারুণ সব সাড়া জাগানো গান নিয়ে হাজির হয় এলআরবি ও অর্থহীন। ড়শ্রোতাদের অধিকাংশ ছিলেন নকিয়া অনুরাগী এবং যারা নতুন নকিয়া ডুয়েল সিম সেট কিনে কনসার্টের টিকিট জিতে নিয়েছিলেন তারাই। এই কনসার্টই ছিল শ্রোতাপ্রিয় এসব কিংবদন্তী ব্যান্ডের এ বছরের সর্বশেষ কনসার্ট।

No comments

Powered by Blogger.