নবীগঞ্জে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে: হবিগঞ্জের এডিসি জেনারেল আবদুুল ওয়াদুদ বলেন, দেশের উন্নয়ন এবং জাতির ভাগ্য পরিবর্তনে শিক্ষার বিকল্প নেই। ‘শিক্ষাই শক্তি, জ্ঞানই সম্পদ’- একটি চমৎকার স্লোগান। শিশুদের চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বৈষম্য নিরসনে শিক্ষা একটি চালিকা শক্তি। এসব প্রক্রিয়াকে সচল করতে হলে গুণীজন, বিত্তবান এবং দেশপ্রেমিক নাগরিকদের এগিয়ে আসতে হবে। প্রাথমিক শিক্ষায় প্রতিভা বিকাশে অনবদ্য ভূমিকা পালন করছে দেশের কিন্ডারগার্টেন বিদ্যালয়। গতকাল দুপুরে নববর্ষ বরণ উপলক্ষ্যে ইউনিয়নের ঐতিহ্যের বাহক সোনার বাংলা একাডেমি আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন, সংবর্ধিত দুই কীর্তিমান পুরুষ দৈনিক মাতৃভূমির (অধুনালুপ্ত) সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাস, কাউন্সিলর এমএ রহিম শহিদ সিআইপি ও ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্য আওয়ামী লীগ। স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এমএ বাছিত। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজী, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুুল কাদির, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোনামনি চাকমা, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী এবং নবীগঞ্জ থানার ওসি মো. জসীম উদ্দিন। মেজর (অব.) সুরঞ্জন দাস বলেন, প্রাথমিক শিক্ষার ক্রমবিকাশ এবং শিক্ষা সমপ্রসারণে কিন্ডারগার্টেন বিদ্যালয়ের অবদান রয়েছে। সিআইপি এমএ রহিম শহিদ বলেন, শিক্ষার মৌলিক শিকড় হচ্ছে প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা। দেশকে এগিয়ে নিতে হলে এর ভিতকে শক্তিশালী করতে হবে। দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজী বলেন, উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে প্রতিশ্রুতির বাস্তবায়ন। মৌলিক চেতনা হচ্ছে, শিক্ষার সমপ্রসারণ। আবদুল কাদির বলেন, ডিজিটাল অঙ্গীকার পূরণে বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা জাপার সভাপতি ডাক্তার শাহ আবুল খায়ের, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক আয়নার সম্পাদক এবং কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি রাশেদ খান, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ সাইফুল জাহান চৌধুরী, উপজেলা পাঠকজমিনের সাধারণ সম্পাদক লোকমান আহমদ খান প্রমুখ।

No comments

Powered by Blogger.