অপসংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি, চলচ্চিত্র এবং টিভি চ্যানেলে ভারতীয়সহ সকল প্রকার বিদেশী অপসংস্কৃতির আগ্রাসনের প্রতিবাদে আজ বেলা ২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশ থেকে চলচ্চিত্রের সঙ্কট উত্তরণ ও অপসংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরা হবে। নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম, কাজী হায়াৎ, মহম্মদ হাননান(সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি), চিত্রনায়ক শাকিব খান (সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি), খলনায়ক মিশা সওদাগর (সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি), অভিনেত্রী ও সমাজকর্মী রোকেয়া প্রাচীসহ আরও অনেকে। এই আন্দোলন প্রসঙ্গে সচেতন নাগরিক সমাজের সাংস্কৃতিক প্রতিনিধিদের অভিমত, আমরা চাই স্বাধীন জাতিসত্তা বজায় রেখে মাথা উঁচু করে দাঁড়াতে, আমরা চাই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে অক্ষুণ্ন্ন রাখতে। আমাদের এই সমাবেশ উপস্থিত থাকবেন বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজক, পরিচালক, পরিবেশক, শিল্পী কলা-কুশলীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। অনুষ্ঠানে দুপুর থেকেই থাকবে প্রতিবাদী গান, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। প্রতিবাদ সমাবেশ থেকে আগামীর কার্যক্রমও ঘোষণা করার কথা রয়েছে।

No comments

Powered by Blogger.