প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ আবাহনী-শেখ জামাল হাই ভোল্টেজ ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার: বছরের শেষ দিন। সেই কারণেই হোক বা অন্য কোন কারণেই হোক গতকাল প্রিমিয়ার ডিভিশনের কোন ম্যাচ সিডিউলে রাখেনি সিসিডিএম। একদিন বিরতি দিয়ে আজ ঘরোয়া ক্রিকেটের এই জমকালো আসর মাঠে গড়াবে। মিরপুর ভেন্যুতে আজ লীগের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে সকাল নয়টায়। নতুন বছরের শুরুতেই একই ঘরের দুই ভাইয়ের লড়াই দেখা যাবে। কারণ আবাহনী লিমিটেডকে ‘বড় ভাই’ অন্যদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ‘ছোট্ট ভাই’ বলা হয়ে থাকে। এই দুই ভাইয়ের ম্যাচ সিরিয়াস তো অবশ্যই। তবে লীগে আবাহনী হারের স্বাদ আর শেখ জামাল জয়ের স্বাদ নিয়ে মাঠে নামছে। গোপীবাগের দল ব্রাদার্সের বিরুদ্ধে আবাহনী ২৯ রানে হেরে লীগের যাত্রা শুরু করেছে। আবাহনীর হার দিয়ে গতবছরটাও শেষ হয়েছিল। আর শেখ জামাল ঠিকই লীগে সুখস্মৃতি নিয়েই শুরু করেছে। ২০১১ সালের শেষটিও তাদের হয়েছে আনন্দময়। নতুন মওসুমে মোহামেডানের মতো ঐতিহ্যবাহী বড় নামের বিপক্ষে শেখ জামালের ৫ উইকেটে জয়! আর ২৯ রানে হারা আবাহনীর  ব্যাটিং স্তম্ভ যথেষ্ট নড়বড়ে সেই প্রমাণ মিলেছে। তিনবারের চ্যাম্পিয়ন আবাহনীর পক্ষে প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার পর জয় নিয়ে মাঠ ছেড়ে পিছনে পরিস্থিতি পাল্টে দেয়া কঠিন। অন্যদিকে, শেখ জামালের ব্যাটিং লাইনআপও অনেক শক্তিশালী। দিপক জুন, সামসুর রহমান শুভ, সুজিত পারবাতানি, মুশফিকুর রহীম, জিহান মুবারকরা আছেন। এই ব্যাটিং লাইনআপকে ফরহাদ, ইলিয়াস সানি, পিটার ডেভিড, রিয়াদ, সাকলায়েনদের ভাঙতে হবে। সেটি যত দ্রুত করা যাবে আবাহনীর জয়ের পথ ততই খোলাসা হবে। তা না হলে মোহামেডানকে ২০১ রানেই অলআউট করে দেয়া শেখ জামাল বোলারদের পর ব্যাটসম্যানরা যদি দাঁড়িয়ে যায়, তাহলেই তো অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা বেশি। ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের হার হয়ে যেতে পারে ময়দানি লড়াইয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে আবাহনীর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আশা করছি এবার জয় আমাদেরই হবে। শেখ জামালও অনেক শক্তিশালী দল। তবে প্রথম ম্যাচে ব্রাদার্সের বিরুদ্ধে খেলে দলের ক্রিকেটারদের ভুল-ত্রুটি বের হয়েছে। সেগুলো শুধরানোর চেষ্টাও হচ্ছে। ব্যাটিং আরও দেখে শুনে করতে হবে। বোলিংয়ে আশা করি কোন সমস্যা হবে না। যদিও শেখ জামালের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। এরপরও দ্রুতই বেঁধে ফেলার চেষ্টা করা হবে। সঙ্গে ব্যাটসম্যানরা নিজেদের সেরা খেলা খেলতে পারলে জয় আমাদেরই হবে আশা করছি।’ অন্যদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক (জাতীয় দলের অধিনায়ক) মুশফিকুর রহীম। তিনিও তার দলের জয়ের বিষয়ে ছাড় দিতে নারাজ। তিনি বলেন, ‘আশা করছি প্রথম ম্যাচে জয়ের পর এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। আবাহনী অনেক বড় দল। শক্তিশালীও। তবে আমরা অন্য কাউকে নিয়ে এবার ভাবছি না। নিজেদের খেলা কিভাবে ভাল খেলতে পারি সেই দিকেই নজর দিচ্ছি। প্রতিটি ম্যাচ আসবে আর জেতার চেষ্টা করবো। প্রতিপক্ষ যেই হোক। আশা করছি এবার তা করতে পারবো।’ ওদিকে ফতুল্লার উইকেটে গাজী ট্যাংক ও সূর্যতরুণ আর বিকেএসপিতে মোহামেডান খেলবে প্রাইম ধলেশ্বরের বিপক্ষে।

No comments

Powered by Blogger.