বোয়ালিয়া মডেল থানার ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে: মোটা অঙ্কের ঘুষ নিয়ে নিজ থানার বাইরে গিয়ে অন্যের জমি দখল করে দেয়া, জামায়াত-শিবির আখ্যা দিয়ে নগরীর সাধারণ মানুষকে আটক বাণিজ্য সহ নানা অভিযোগে রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনকে অবশেষে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তাকে খুলনা রেঞ্জ পুলিশে যোগদানের জন্য আদেশ দেয়া হয়েছে। গত রোববার ঢাকা পুলিশ সদর দপ্তর থেকে এ আদেশ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রোকনুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আলমগীর হোসেন বর্তমানে ছুটিতে আছেন। ছুটি শেষ হলেই তিনি খুলনা রেঞ্জে যোগদান করবেন। বর্তমানে তার স্থলে (চলতি দায়িত্বে) ওসি তদন্ত (পরিদর্শক) হাফিজুর রহমান দায়িত্ব পালন করবেন। দুপুরে তাকে থানার চার্জ বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে গোয়েন্দা শাখা (ডিবি) থেকে ওসি হিসেবে দায়িত্ব নিয়ে বোয়ালিয়া থানায় যোগদানের পর বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ওসি আলমগীর  হোসেন। জামায়াত-শিবির আটকের নামে সাধারণ মানুষকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক ও ছেড়ে দেয়ার ঘটনায় টাকার ভাগাভাগি নিয়ে থানায় এক দারোগার সঙ্গে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে আলোচনায় আসেন ওসি।

No comments

Powered by Blogger.