ভুয়া মালিক সেজে জমি বিক্রি ২৮ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে: রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ভুয়া মালিক সাজিয়ে ২৩ বিঘা জমি বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। জমির প্রকৃত মালিক ঢাকা পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশনের মৃত এমএম চৌধুরীর ছেলে এডভোকেট রফিকুজ্জামান চৌধুরী গতকাল ২৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার শওকত আলীর ছেলে ভূমিদস্যু আবু মিয়া গত দুই বছরে এডভোকেট রফিকুজ্জামানের ২৩ বিঘা সম্পত্তি ভুয়া মালিক সাজিয়ে একাধিক দলিলের মাধ্যমে বিক্রি করে দেয়। জাল দলিল চক্র ছাড়াও আবু মিয়ার সঙ্গে স্থানীয় আরও ২৭জন জড়িত রয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ জানায়, আবু মিয়া ও তার বাহিনীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ১১টি মামলা ও ১৭টি জিডি রয়েছে। একাধিকবার আবু মিয়াকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বাহিনীর বিরুদ্ধে জাল জালিয়াতি ও জোরপূর্বক দখলের অভিযোগ এনে অধিকাংশ মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ ও হামলা-ভাঙচুরের মামলা রয়েছে। আবু বাহিনীর সদস্যরা হচ্ছে- জুয়েল, ফিরোজ আলম, নজরুল ইসলাম, আবদুল জাব্বার মেম্বার, দাউদুর রহমান, নাঈম মিয়া, জিয়াউল ইসলাম, নুর ইসলাম মেম্বার, জামাল মেম্বার, আবদুল মান্নান, আবদুল লতিফ, আবুল হাশেম, জাহাঙ্গীর, ইকবাল হোসেন, আবদুল জলিল, ফারুক, শহিদ মিয়া, আবুল বাশার, মনিরুজ্জামান, ফজলুল হক, আবদুল কুদ্দুস, জজ মিয়া, ফিরোজ মিয়া, কাজী মঞ্জু বেগম, আবদুল খালেদ খাঁ, শাহীন মিয়া ও তোফাজ্জল হোসেন। এ বাহিনী গ্রেপ্তারে পুলিশ হানা দিলেই তারা অপপ্রচারসহ প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ করেন। এ বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে এলাকাবাসী। এ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এলাকাবাসী বহুবার মানববন্ধন, প্রতিবাদ সভা, ঝাড়ু ও জুতা মিছিল করে আসছে।  এডভোকেট রফিকুজ্জামান চৌধুরী জানান, ভূমি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার সম্পত্তির দখল বুঝে পাওয়ার দাবি জানান।
অভিযুক্ত আবু মিয়া জানান, অংশীদারের কাছ থেকে জমি কিনে বিক্রি করেছি।

No comments

Powered by Blogger.