মোসলেহ উদ্দিন চেয়ারম্যান মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

বড়লেখা/জুড়ী প্রতিনিধি: জুড়ী উপজেলায় গতকাল মোসলেহ উদ্দিন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন পরিচালিত মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের মধ্যে সনদ, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবক এবং বিশেষ অবদানের জন্য সাংবাদিক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সমাজসেবকদের সম্মাননা দেয়া হয়। শিক্ষা প্রসারে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মুমীত আসুক, তথ্য সেবায় বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মনীষ চাকমা ও ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ মিঠুকে উপজেলা মিলনায়তনে সংবর্ধনা দেয়া হয়। সাবেক চেয়ারম্যান আলহাজ মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন। বক্তব্য দেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মনীষ চাকমা, ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ মিঠু। আরও বক্তব্য দেন বৃত্তি প্রকল্পের অন্যতম পৃষ্ঠপোষক রাশেদ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ তাজুল ইসলাম তারা মিয়া, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ শাহাব উদ্দিন আহমদ (লেমন), ফাউন্ডেশনের অন্যতম পরিচালক আলহাজ লিয়াকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, টাউন ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, শিল্পকলা একাডেমীর সম্পাদক মামুনুর রশিদ সাজু, জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি মঞ্জুরে আলম লাল, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য দেন জয়দুল হোসেন, নোমা আফরিন লাবণ্য বড়লেখা ও জুড়ীতে রিপোর্টিং বিভাগে বিশেষ অবদানের জন্য দৈনিক মানবজমিনের বড়লেখা প্রতিনিধি মো. রুয়েল কামাল এবং স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য ডা. ইমরুন নাহার সুমীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে জুড়ী উচ্চ বিদ্যালয়, সাগরনাল সিনিয়র মাদ্‌রাসা, দক্ষিণ জাঙ্গীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুরুগৃহ কিন্ডারগার্টেন এবং শ্রেষ্ঠ অভিভাবক হিসেবে লুৎফুর রহমান, বলহরি দেবনাথ, রাবেয়া বেগম ও চম্পা পারভিনকে পুরস্কৃত করা হয়।

No comments

Powered by Blogger.