খেলাফত মজলিসের পদযাত্রা শেষ

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: টিপাইমুখ বাঁধের প্রতিবাদ পদযাত্রা শেষে শুক্রবার রাতে জকিগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ডে সমাবেশ করেছে  খেলাফত মজলিস। বৃহস্পতিবার সকালে সিলেটের সিটি পয়েন্ট থেকে শুরু হওয়া পদযাত্রাটি প্রায় শত কিলোমিটার হেঁটে শুক্রবার রাত ৮টায় জকিগঞ্জে এসে শেষ হয়। খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জামেয়া মাদানিয়া কাজীর বাজার মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা নেজাম উদ্দিন, যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা হুমায়ুুন কবির, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় সদস্য মাওলানা বদিউজ্জামান, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি হারুনূর রশীদ। বক্তব্য রাখেন সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা নূর উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মো. আবদুল্লাহ, মহানগর সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মহানগর সেক্রেটারি শাহ মমশাদ আহমদ, জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা এমরান আলম, মাওলানা মুহিবুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।
, জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আবদুল খালিক, পৌরসভাপতি মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা আবদুস ছালাম, মাওলানা জয়নুল ইসলাম, মাওলানা হিফজুর রহমান, মোঃ রহমত আলী, মাওলানা আবদুল হাফিজ, লবিবুর রহমান মুক্তা, মাওলানা মুছা মুল্লা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ভারতের টিপাইমুখ বাঁধ অভিমুখে যাত্রা করব বলে সিলেট থেকে ব্যতিক্রম কঠিন কর্মসূচি গ্রহণ করেছি কিন্তু পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। তাই সুশৃঙ্খল সংগঠন হিসেবে টিপাইমুখ বাঁধ অভিমুখে পদ যাত্রা শেষ করেছি। রাস্তার পাশে হাজার হাজার মানুষ আমাদের কর্মসূচিকে স্বাগত জানিয়েছে।

No comments

Powered by Blogger.