ট্রাফিক জ্যামে শিশুর জন্ম হলো অটো-রিকশায়

সন্তান জন্ম দিতে রওনা হয়েছিলেন হাসপাতালে। কিন্তু ভিআইপিদের বিশেষ সুবিধা দিতে তিন ঘণ্টা ধরে রাস্তা বন্ধ। ফলে অটো-রিকসাতেই জন্ম হলো নবজাতকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, রোশনি নামের এক নারী তার শাশুড়িকে নিয়ে হাসপাতালে রওনা হয়েছিলেন। তাদের ঠিক পেছনে পেছনে আসছিলেন তার স্বামী সালমান, মোটরসাইকেলে করে। কিন্তু সন্ধ্যার ব্যস্ত সময় রাস্তায় ছিল ভযাবহ জ্যাম। সালমান ট্রাফিকসহ সংশ্লিষ্ট সবাইকে তার সমস্যার কথা বলে সহায়তা কামনা করেন। কিন্তু কারো কাছ থেকেই সহায়তা পাননি।
সন্ধ্যার দিকে দিল্লির রাস্তা এমনতেই জ্যাম থাকে। সেইসাথে ভারত-আফ্রিকা সম্মেলন উপলক্ষে ভিআইপিদের বিশেষ সুবিধা দিতে হচ্ছিল। এ কারণে জ্যাম আরো বেড়ে গিয়েছিল। তারা বিকল্প পথে হাসপাতালে যেতে চেয়েও ব্যর্থ হন।
তারা তখন নির্ধারিত হাসপাতালে না গিয়ে কাছে একটি হাসপাতালে যান। কিন্তু যাওয়ার আগেই শিশুটির আগমন ঘটে যায়।
তবে ওই হাসপাতালের চিকিৎসক এবং অন্যদের সহায়তায় বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। শিশুটি সুস্থ আছে, তবে মায়ের ৫০টি সেলাই লেগেছে।

No comments

Powered by Blogger.