আগৈলঝাড়ার রাজকীয় মোড়ার চাহিদা দেশের সর্বত্র

বরিশালের আগৈলঝাড়ায় রাজকীয় মোড়া তৈরি করে সুনাম কুড়িয়েছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য। এই মোড়ার চাহিদা রয়েছে দেশের সর্বত্র। জানা গেছে, উপজেলার মধ্যশিহিপাশা গ্রামের মৃত দলিলউদ্দিন সরদারের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আ. মান্নান সরদার ১৯৯৮ সালে খাগড়াছড়িতে চাকরিরত অবস্থায় স্থানীয় চাকমাদের কাছ থেকে এই মোড়া তৈরির কাজ শেখেন। ২০০৩ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করার পর বাড়িতে বসে এই মোড়া তৈরির কাজ শুরু করেন। আ. মান্নান সরদার জানান,
একটি মোড়া তৈরি করতে প্রথমত পাকা তল্লা বাঁশ কেটে পানিতে ছয় মাস ভিজিয়ে রাখতে হয়। পরে এই বাঁশ কেটে শলা তৈরি করে আগুনে ছ্যাকা দিয়ে সরিষার তৈল মেখে রোদে শুকাতে হয়। মোড়া তৈরির জন্য লোহার তিনটি রিং ও বাসের চারটি চাক দরকার হয় এবং লায়লন সুতা ও প্লস্টিক ক্যান দিয়ে মোড়াটি তৈরি করা হয়। একটি মোড়া তৈরি করতে ১২-১৪ দিন লাগে। এই মোড়ার স্থায়িত্ব প্রায় ৩০ বছর। একটি মোড়া তৈরি করতে প্রায় ১৪শ’ টাকা খরচ হয়। এক একটি মোড়া ২-৩ হাজার টাকায় বিক্রি হয়। বর্তমানে তিনি ১৫-২০টি মোড়া তৈরি করে স্থানীয় বাজার, মেলাসহ দেশের সর্বত্র বিক্রি করছেন।

No comments

Powered by Blogger.