বাল্যবিয়ের অভিযোগে বরসহ ৩ জনের কারাদণ্ড

রব এসেছে, বরযাত্রী এসেছে, খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বিয়ে অনুষ্ঠানে হাজির। পুলিশসহ ম্যাজিস্ট্রেট সেখানে হাজির হয়েছে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেতে নয় বাল্য বিবাহ বন্ধ করতে। ডিমলা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী শিল্পি আক্তারের (১৫) বিয়ে অনুষ্ঠানে বৃহস্পতিরার রাতে এ ঘটনা ঘটে। ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে বিয়ের আসর থেকে বর, বরের পিতা ও কনের পিতাকে আটক করে। আটককৃতরা হলেন পুলিশ টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী গ্রামের বিশা ভুইয়ার পুত্র বর লেবু ইসলাম (২২), মৃতু আশান ভুইয়ার পুত্র (বরের পিতা) বিশা ভুইয়া ও ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের মৃত্য আব্দুল লতিফের পুত্র কনের পিতা আযম আলী (৫০)। রাতেই ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কর্মকর্তা (ভূমি) মিল্টন চন্দ্র রায় ভ্র্যাম্যমান আদালতে আটককৃত ৩ জনকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে ডিমলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী ও বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দরখাতা গ্রামের হামিদুল ইসলামের কন্যা রুমা আক্তারে বাল্যবিয়ের অনুষ্ঠানে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের উপস্থিতির সংবাদ টের পেয়ে বাড়ীর সকলে পালিয়ে যায়। পুলিশ বিবাহের প্যান্ডেলসহ যাবতীয় জিনিসপত্র তচনছ করে দেয়। এ সময় ছাত্রীটির দাদা নমির উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

No comments

Powered by Blogger.