আন্ডারগ্রাউন্ড রেলপথ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট কমাতে আন্ডারগ্রাউন্ড রেলপথ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য খুব শিগগির পরিকল্পনা করতে ও সম্ভাব্য বিনিয়োগকারী খুঁজতে বলেছেন। গতকাল শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এ কারণে অতিরিক্ত বই ও অপ্রয়োজনীয় টপিক বই থেকে বাদ দিতে বলেছেন।
একনেক সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী যানজট কমাতে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আন্ডারগ্রাউন্ড রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয়ার জন্য বলেন। এর জবাবে পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেন, বিশ্ব ব্যাংকের সফররত সিনিয়র সহ-সভাপতি কেইলি পিটারের সঙ্গে গত বুধবার আমার কথা হয়েছে। বিশ্ব ব্যাংক অর্থায়ন করতে আগ্রহী। বৈঠকে পরিকল্পনামন্ত্রী গল্পের ছলে বলেন, পদ্মায় গত বুধবার রাতে একটি ডিনারে যোগ দেন পিটার। তিনি জানান, বিশ্ব ব্যাংকের আবাসিক অফিস থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যেতে তার সময় লেগেছে ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রশ্নের ছলে তিনি আমার কাছে জানতে চান, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা ঢাকা থেকে কত দূরে। তখন আমি তাকে বলি, দুটিই ঢাকার মাঝামাঝি। এতে তিনি অবাক হয়েছেন। তখন তিনিও আন্ডারগ্রাউন্ড রেল করার পরামর্শ দেন। আমি তাকে বলি, আমরা করবো। এদিকে একনেক বৈঠকে আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, আট প্রকল্পে সরকারের ব্যয় হবে ৬ হাজারর ৩৮৭ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল ৪ হাজার ২১৭ কোটি টাকা। প্রকল্পগুলোতে সাহায্য মিলবে ২ হাজার ১৪৫ কোটি টাকা। আর সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ২৫ কোটি টাকা।

No comments

Powered by Blogger.