মার্কিন কংগ্রেসে নতুন স্পিকার পল রায়ান

দ্বিকক্ষবিশিষ্ট যুক্তরাষ্ট্রের কংগ্রেসের (পার্লামেন্ট) নিুকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার নির্বাচিত হয়েছেন পল রায়ান। দেশটির উইসকনসিন রাজ্য থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ও সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী পল রায়ান বুধবার দ্য হাউস রিপাবলিকান কনফারন্সে ড্যানিয়েল ওয়েবস্টারকে হারিয়ে স্পিকার নির্বাচিত হন। বৃহস্পতিবার কংগ্রেসের পূর্ণ অধিবেশনে বিদায়ি স্পিকার জন বোয়েনারের স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে তার।
টাইমস অব ইন্ডিয়া। হাউস অব রিপ্রেজেন্টেটিভের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কেভিন ম্যাককার্থি জানিয়েছেন, পল রায়ানের নিয়োগ আমাদের কনফারেন্সকে একটি অনন্য ধাপের দিকে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন, নীতিগত কাঠামোয় উপনীত হওয়া এবং লক্ষ্য স্থিরে নিরলস কাজ করেছেন তিনি। ১৯৯৯ সালে প্রথম কংগ্রেসের সদস্য নির্বাচিত হন পল রায়ান। টানা ১৭ বছর তিনি কংগ্রেসে আছেন। এ সময়ে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

No comments

Powered by Blogger.