ব্রিটিশদের বেনগাজি ত্যাগ করার আহ্বান

ব্রিটিশদের যত তাড়াতাড়ি সম্ভব লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী বেনগাজি ত্যাগ করার আহ্বান জানিয়েছে ব্রিটিশ দূতাবাস।
মালিতে ফ্রান্সের সামরিক হামলার কারণে পশ্চিমাদের প্রতি স্পষ্ট হুমকির কারণে এ পরামর্শ দেয়া হয়েছে বলে জানা গেছে। ত্রিপলীতে ব্রিটিশ দূতাবাসের কাছে যে ‘মুষ্টিমেয় সংখ্যক’ ব্রিটিশ নাগরিকের তথ্য জানা আছে তাদের সাথে যোগাযোগ করেছে দূতাবাস। ব্রিটেন ছাড়াও জার্মানি ও নেদারল্যান্ডের দূতাবাসগুলোও তাদের নাগরিকদের বেনগাজি ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

তবে লিবিয়ার ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ মাসুদ বলেছেন, বেনগাজির আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো অত খারাপ হয়নি যে সেখান থেকে দূতাবাসগুলো তাদের নাগরিকদের সরিয়ে নিবে। তিনি বলেন, ব্রিটিশ নাগরিকদের ভ্রমণবিষয়ক নীতিমালা পরিবর্তনের বিষয়ে লিবিয়ার পররাষ্ট্র দফতরকে জানানো হয়নি। তা ছাড়া তিনি এখন এ বিষয়টি আরো পরিষ্কার হওয়ার জন্য পররাষ্ট্র দফতরের সাথে যোগাযোগ করেছেন।

No comments

Powered by Blogger.