মানবাধিকার লঙ্ঘন-ইরানের পাশেই ইসরায়েল

মানবাধিকার নিয়ে উদ্বেগ সৃষ্টিকারী ২৮টি দেশের তালিকায় ইসরায়েলকে অন্তর্ভুক্ত করেছে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার এই তালিকা প্রকাশিত হয়েছে।
গত নভেম্বরে গাজায় সামরিক অভিযানের কারণে ইসরায়েলকে মানবাধিকার বিষয়ে 'উদ্বেগজনক' দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করে। এতে মানবাধিকার লঙ্ঘনে 'উদ্বেগজনক' ২৮ দেশের তালিকা যুক্ত করা হয়। ইসরায়েল ছাড়াও আফগানিস্তান, বেলারুশ, ইরান ও জিম্বাবুয়ের নাম রয়েছে তালিকায়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের নামও তালিকায় আছে। ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে করের অর্থ পরিশোধ করতে না পারার কারণে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। চার পৃষ্ঠার প্রতিবেদনে গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক অভিযান 'অপারেশন পিলার অব ডিফেন্সের' সমালোচনা করা হয়। সূত্র : টেলিগ্রাফ।

No comments

Powered by Blogger.