ওবামার দেওয়া নিয়োগ অসাংবিধানিক ঘোষণা

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অবকাশকালে প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া তিনটি নিয়োগকে অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির আপিল আদালত। ২০১২ সালের ৪ জানুয়ারি জাতীয় শ্রমসংক্রান্ত বোর্ডে এ নিয়োগগুলো দিয়েছিলেন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফেডারেল কোর্ট অব আপিল গত শুক্রবার ওই সিদ্ধান্ত জানান। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি আদালতের এ সিদ্ধান্তকে 'অভিনব ও নজিরবিহীন' বলে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে বিরোধী রিপাবলিকানরা স্বাগত জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সংবিধানে সিনেটের অবকাশের সময় একক সিদ্ধান্তে জ্যেষ্ঠ পদে নিয়োগ দেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে। তবে আদালতের মতে, গত বছর ওবামা নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় সিনেট কার্যত অবকাশে ছিল না। ওই সিদ্ধান্তের আগের দিনই সিনেট অধিবেশন শুরু হয়। যদিও ঐতিহ্য অনুসারে সিনেট সদস্যরা ওই দিন ছুটিতে শহরের বাইরে ছিলেন। তবে প্রয়োজন হলে সিনেটরদের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব ছিল। এ পরিস্থিতিকে প্রো-ফর্মা অধিবেশন বলা হয়। এ ক্ষেত্রে একজন সদস্য উপস্থিত থাকলেও তাঁর কোনো সিদ্ধান্ত গ্রহণ বা বাতিল করার এখতিয়ার থাকে।
বিচারকরা তাঁদের সিদ্ধান্তে জানান, সংবিধানের বিধি, ইতিহাস ও কাঠামো অনুসারে এ নিয়োগগুলো অবৈধ।
আদালতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে কার্নি বলেন, 'ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রশাসনের গত দেড় শ বছরের ইতিহাসে এমন নজির নেই।' দেশের সর্ববৃহৎ শ্রম ইউনিয়ন ফেডারেশনও এ সিদ্ধান্তকে 'দুঃখজনক' বলে মন্তব্য করেছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে গত এক বছরে ওই তিন কর্মকর্তার নেওয়া সব সিদ্ধান্ত অবৈধ হয়ে যাবে।
তবে রিপাবলিকানরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার বলেন, এটি 'সরকারের জবাবদিহিতার বিজয়।' প্রসঙ্গত, নিয়োগের সময়ও এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছিল বিরোধী দল। সূত্র : বিবিসি, এএফপি।


চিফ অব স্টাফ নিয়োগ

No comments

Powered by Blogger.