ড্রোন হামলার তদন্ত করবে জাতিসঙ্ঘ

বেসামরিক মানুষের ওপর চালকবিহীন বিমান (ড্রোন) হামলার পরিণতি ও অন্যান্য পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করবে জাতিসঙ্ঘ।
জাতিসঙ্ঘের এ তদন্তের আওতায় ড্রোন হামলায় কত নিরীহ মানুষ হতাহত হচ্ছেন, তা খতিয়ে দেখা হবে এবং যেসব জঙ্গিকে ল্য করে এ হামলা চালানো হচ্ছে, তাদের পরিচয় এবং এ ধরনের হামলার বৈধতা যাচাই করে দেখা হবে।

জাতিসঙ্ঘ বলছে, পাঁচটি স্থানের সাধারণ মানুষের ওপর ২৫টি চালকবিহীন বিমান (ড্রোন) হামলার ফল খতিয়ে দেখবে। স্থানগুলো হলো পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, ফিলিস্তিন ও সোমালিয়া। উল্লেখ্য, এসব স্থানেই মার্কিন বাহিনীর এ হামলার টার্গেট হচ্ছেন মুসলমানেরা। জাতিসঙ্ঘের এ তদন্তদলের নেতৃত্বে থাকবেন ব্রিটিশ আইনজীবী বেন এমারসন। তিনি সাংবাদিকদের বলেছেন, ড্রোন হামলায় বড় ধরনের ভুলের জন্য ‘জবাবদিহিতা’ ও ‘তিপূরণ’ দেয়ার বিধান থাকা প্রয়োজন।

No comments

Powered by Blogger.