তথ্য ফাঁস-সিআইএর সাবেক এজেন্টের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক এক এজেন্টকে তথ্য ফাঁসের দায়ে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গোয়েন্দা আইন লঙ্ঘন করে এক সহকর্মীর নাম প্রকাশের দায়ে জন কিরিয়াকুকে (৪৮) গত শুক্রবার ফেডারেল আদালত এ দণ্ডাদেশ দেন।
কিরিয়াকু তাঁর যে সহকর্মীর নাম বলে দেন, তিনি গুয়ান্তানামো বে বন্দিশালায় আটক সন্দেহভাজন আল-কায়েদা সদস্যদের কঠোর জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। আদালতে যুক্তি-তর্ক শেষে আইনজীবীরা জানিয়েছেন, কিরিয়াকু সিআইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি তাঁর সহকর্মীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। তবে কিরিয়াকুর সমর্থকরা তাঁকে 'অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী' হিসেবে অভিহিত করে তাঁর প্রশংসা করেছেন। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.