খাইবারে দুই জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৪০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী এলাকায় ইসলামপন্থী দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। গতকাল শনিবার কর্মকর্তারা এ কথা জানান।
গত বৃহস্পতিবার রাতে খাইবার এলাকার মাইদান গ্রামে তিরাহ উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও আনসারুল ইসলামের (এআই) মধ্যে সংঘর্ষের শুরু হয়। গতকাল সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
খাইবারের কর্মকর্তা আরশাদ খান বার্তা সংস্থা এপিকে জানান, এআই অনেক দিন ধরেই তিরাহ উপত্যকা নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি টিটিপি এ উপত্যকার দখল নেয়। এআই তাদের ঘাঁটি পুনরুদ্ধারের চেষ্টা শুরু করলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষই রকেট, মর্টার ও গ্রেনেডের মতো ভারী অস্ত্র ব্যবহার করে। তিরাহ এলাকাটি কৌশলগত দিক দিয়ে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। এ এলাকা দিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের অন্যান্য সীমান্তবর্তী এলাকার সঙ্গে যোগাযোগ করা সহজ। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান, সংঘর্ষে নিহত ব্যক্তিদের বেশির ভাগই জঙ্গি। আদিবাসী কিছু মানুষও মারা গেছে। প্রসঙ্গত, আফগান সীমান্তবর্তী সাতটি আধাস্বায়ত্তশাসিত এলাকার মধ্যে খাইবার একটি। প্রত্যন্ত এসব এলাকায় আল-কায়েদাসহ বিভিন্ন উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি আছে বলে সন্দেহ করা হয়।
করাচিতে নিহত পাঁচ : করাচিতে গতকাল পৃথক হামলার ঘটনায় দুই পুলিশসহ পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, কোরাগনি এলাকায় নির্বাচনী ক্যাম্পে দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় দুই পুলিশ নিহত হয়। হামলাকারীরা পুলিশের অস্ত্র নিয়ে পালিয়ে যায়। এ ছাড়া নগরীর সাদ্দার, মেমন গোট ও লান্ধি এলাকা থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে বেলুচিস্তান প্রদেশের দেরা বুগতি এলাকায় গতকাল ডজনখানেক অস্ত্রধারীর একটি দল সরকারপন্থী আদিবাসী মিলিশিয়ার তল্লাশি কেন্দ্রে হামলা চালায়। এতে একজন নিহত হয়। অস্ত্রধারীরা পাঁচ মিলিশিয়াক অপহরণ করে নিয়ে গেছে। কেউ হামলার দায় স্বীকার করেনি। সূত্র : ডন।

No comments

Powered by Blogger.