মুরসি সরকারের দাবি-গণভোট তত্ত্বাবধান করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

মিসরের নতুন খসড়া সংবিধানের ওপর ১৫ ডিসেম্বরের গণভোট তত্ত্বাবধান করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আইনবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ গাদাল্লাহ গত সোমবার দাবি করেন, 'বিচারকদের সর্বোচ্চ পরিষদ গণভোট তত্ত্বাবধানে প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে।
' বিচারকদের আরেক সংগঠন দ্য জাজেস ক্লাব আগের দিন রবিবার গণভোট বর্জনের ঘোষণা দেয়। এ অবস্থায় বিচার বিভাগের মধ্যে বিভাজনের স্পষ্ট ইঙ্গিত দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা।
নিজের হাতে একচ্ছত্র ক্ষমতা রেখে মুরসি অধ্যাদেশ জারিসহ খসড়া সংবিধানের ওপর গণভোটের ডাক দেওয়ায় দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনের বাইরে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করে বিরোধীরা। মুরসিবিরোধী এই জোটে নোবেলজয়ী এল বারাদির দলও রয়েছে। এদিন মুরসির 'একনায়কোচিত' শাসনের প্রতিবাদে ১১টি স্বাধীন ও বিরোধীদের সমর্থক পত্রিকার প্রকাশনা বন্ধ রাখা হয়।
আইনবিষয়ক উপদেষ্টা গাদাল্লাহর বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এমইএনএ সোমবার জানায়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গণভোট তত্ত্বাবধানে প্রতিনিধি দিতে সম্মত হয়েছে। তবে জুডিশিয়াল কাউন্সিলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
সর্বোচ্চ সাংবিধানিক আদালতকে মুরসির সমর্থকদের 'হেয়' করার পটভূমিতে দ্য জাজেস ক্লাব গণভোট বর্জনের ঘোষণা দিয়েছে। তাদের সিদ্ধান্ত বাধ্যতামূলক না হলেও দেশব্যাপী বিচারকদের প্রতিনিধিত্ব করে স্বতন্ত্র সংগঠনটি। এরপর সম্পূর্ণ বিপরীত অবস্থানে গিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গণভোটে তত্ত্বাবধানের কথা জানাল।
গত ২২ নভেম্বর নতুন অধ্যাদেশ জারি করেন মুরসি। বিরোধীদের দাবি, মুরসির সিদ্ধান্তের বিরুদ্ধে বিচার বিভাগসহ কারো চ্যালেঞ্জ না জানানোর এখতিয়ার কেড়ে নেওয়ার ব্যাপারটি আইনবহির্ভূত। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.