‘ব্যাঘ্র মানবের’ আত্মহত্যা

অস্ত্রোপচারের মাধ্যমে নিজের চেহারাকে বাঘিনীর মতো করে খ্যাতি পাওয়া মার্কিন নাগরিক ডেনিস আভনার (৫৪) মারা গেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের টোনোপা এলাকার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য আভনারের (৫৪) মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।


আভনার কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাজ করেছেন। মাঝে মাঝে তাঁকে রিপলি’স বিলিভ ইট অর নট টিভি অনুষ্ঠানেও দেখা যেত। তিনি নিজেকে ‘স্টকিং ক্যাট’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। নিজেকে বাঘিনীর আদলে রূপান্তরের জন্য আভনার বিশেষজ্ঞের দ্বারস্থ হয়েছিলেন। ওই বিশেষজ্ঞ অস্ত্রোপচারের মাধ্যমে আভনারের ওপরের ঠোঁটকে বাঘের মতো বিভক্ত করেন। চেহারায় সুইয়ের ফোড়ন কাটেন। বাঘের মতো করে দাঁতের আকৃতি দেন। ললাট প্রতিস্থাপন করেন। তাঁর শরীরে বাঘের মতো উল্কি আঁকা হয়। বাঘের মতো লেজও লাগানো হয়। মেইল অনলাইন।

No comments

Powered by Blogger.