স্যান্ডি-দুর্গতদের সাহায্যের আশ্বাস ওবামার

ঘূর্ণিঝড় স্যান্ডির ক্ষত পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।


গত বৃহস্পতিবার স্যান্ডির আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। ঝড়দুর্গত এলাকায় এটি ছিল প্রেসিডেন্টের দ্বিতীয় সফর।
গত ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানে স্যান্ডি। ঝড়ের কারণে ১১০ জন মারা যায়। শুধু নিউ ইয়র্কেই ৪৩ জন মারা যায়। গত ৩১ ডিসেম্বর নিউ জার্সিতে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ওবামা। গত বৃহস্পতিবার হেলিকপ্টারে করে নিউ ইয়র্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন তিনি। স্যান্ডির আঘাতের পর ১৯ দিন পার হয়ে যাওয়ার পরও এখনো অনেক বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে নিউ ইয়র্কে। স্ট্যাটেন আইল্যান্ডের অনেক বাসিন্দা এখনো নিজেদের ঘরে ফিরতে পারেননি।
দুর্গতদের উদ্দেশে ওবামা বলেন, 'আমি আপনাদের নিয়ে গর্ববোধ করি। আপনারা কষ্টসহিষ্ণু। আপনারা ঘুরে দাঁড়িয়েছেন। আমরা আমেরিকানরা আমাদের দুর্দশার সময় একে অপরের পাশে দাঁড়াচ্ছি।' সূত্র : গার্ডিয়ান।

No comments

Powered by Blogger.