সুরঞ্জিতের মন্ত্রিত্ব নিয়ে করা রিট সরাসরি খারিজ

সুরঞ্জিত সেনগুপ্ত এমপির দপ্তরবিহীন মন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন।

এর আগে গত ২৭শে সেপ্টেম্বর সুরঞ্জিত সেনগুপ্তের দপ্তরবিহীন মন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিক। এরপর গত ৩০শে সেপ্টেম্বর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চে তা উপস্থাপন করা হলে আদালত বিব্রতবোধ করেন। পরদিন রিটটি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে কার্যতালিকাভুক্ত হয়। গত ২রা অক্টোবর রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে এ বেঞ্চ এ শুনানির জন্য গত রোববার দিন ধার্য করেছিলেন।
রোববার উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট ড. তুহিন মালিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা। কার্টুনঃ আমার দেশ

No comments

Powered by Blogger.