ভারতকে আর্থিক সহায়তা কমানোর ইঙ্গিত ব্রিটেনের

ভারতকে বার্ষিক অর্থ সহায়তা ১০০ কোটি পাউন্ড কমাতে পারে ব্রিটেন। ব্রিটিশ উন্নয়নবিষয়ক মন্ত্রী জাস্টিন গ্রিনিং এমনটাই ইঙ্গিত দিয়েছেন। সাহায্য দেওয়ার পরিবর্তে ব্রিটেনকে তিনি 'ধনী উন্নয়নশীল' দেশ ভারতের বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন।


ব্রিটেন প্রতিবছর বিভিন্ন দেশকে এক হাজার ২০০ কোটি পাউন্ড আর্থিক সহায়তা দেয়। এ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ব্যাপারে সরকারের ওপর বিরোধীদের ব্যাপক চাপ রয়েছে। তাদের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া দেশের তালিকায় চীন ও ভারতের মতো বৃহৎ অর্থনীতির দেশ রয়েছে যারা মহাকাশ কর্মসূচিও পরিচালনা করে।
গ্রিনিং গত মাসে উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। গত মঙ্গলবার বার্মিংহামে টোরি পার্টির সম্মেলনে ভারতে আর্থিক সাহায্য বন্ধের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, 'একটি দেশ যখন উন্নয়নশীল অবস্থা থেকে উন্নত হচ্ছে তখন তাদের সঙ্গে থাকা দাতার সম্পর্ককে বাণ্যিজ্যিক সম্পর্কে পরিণত করা প্রয়োজন। এই মুহূর্তে আমি ভারত সরকারের পাশে আছি কি না সেটাই এখন আলোচনার বিষয়।' সূত্র : পিটিআই।

No comments

Powered by Blogger.