সৌন্দর্য বাড়ানোর চিকিৎসা নিয়ে নারীর মৃত্যু

বিউটি পারলার থেকে রূপ বাড়ানোর বিশেষ চিকিৎসা নেওয়ার পর হংকংয়ের এক নারীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরো তিনজন। সৌন্দর্যের পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোও ছিল এই চিকিৎসার অন্যতম লক্ষ্য।


ডিআর নামের ওই পারলারে রক্ত সঞ্চালনের পরপরই তাঁরা ব্যাকটেরিয়াজনিত রক্তদূষণের শিকার হন। হংকং সরকারের এক মুখপাত্র জানান, রক্ত সঞ্চালনের পর গত বুধবার ৪৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। ৫৬, ৫৯ ও ৬০ বছর বয়সী আরো তিন নারী অসুস্থ হয়ে পড়েন। এই চিকিৎসার জন্য তারা পারলারটিকে ছয় হাজার ৪০০ ডলার করে দিয়েছেন। তবে পারলার কর্তৃপক্ষের দাবি, রক্ত সঞ্চালনের প্রক্রিয়া সম্পন্নকারী চিকিৎসক পারলারের নিয়োগপ্রাপ্ত কর্মী নন।
হংকংয়ের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এখন পর্যন্ত ৪৪ জন ডিআর বিউটির রক্ত সঞ্চালন পদ্ধতির চিকিৎসা নিয়েছেন। এই পদ্ধতিতে ব্যক্তির শরীর থেকে রক্ত নিয়ে রোগ প্রতিরোধকারী কণিকাগুলোকে আলাদা করে সেগুলোর সক্ষমতা বাড়ানো হয়। পরে ওই রক্ত আবারও সেই ব্যক্তির শরীরে সঞ্চালন করা হয়। সূত্র : বিবিসি, গার্ডিয়ান।

No comments

Powered by Blogger.