যা কিছু প্রথম

যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম। স্লাইড প্রজেক্টর পৃথিবীতে প্রথম স্লাইড প্রজেক্টর উদ্ভাবন করেন ওলন্দাজ বিজ্ঞানী কর্নওয়ালিশ ড্রেবেল।


১৬৩০ সালে তিনি লেন্স ও আলো ব্যবহার করে এই স্লাইড প্রজেক্টর তৈরি করেন। বর্তমানে বিভিন্ন দাপ্তরিক কাজে স্লাইড প্রজেক্টর ব্যবহূত হলেও ড্রেবেল তাঁর স্লাইড প্রজেক্টরটি তৈরি করেছিলেন ‘অনুপস্থিত ব্যক্তিদের ছবি দেখা’র উদ্দেশ্যে। তবে ১৬৫১ সালে ইতালীয় খ্রিষ্ট-ধর্মযাজক ড্রেবেলের স্লাইড প্রজেক্টরের কারিগরি উন্নতি ঘটান। একই বছর আরেক ইতালীয় মার্টিন মার্টিনি স্বচ্ছ স্লাইডের ব্যবহার চালু করেন।
 দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল

No comments

Powered by Blogger.