তুষারতেপান্তরে by শিহাব সরকার

জানো জানো নিশ্চয় জানো সূর্য
নিভে আসছে প্রতিদিন
তা হলে আরও একবার বরফের যুগে ...
শরতের আকাশে ওড়ে কল্পনা-শিমুল এলোমেলো


ঠান্ডা গোল সূর্যের নিচে ভূতের যজ্ঞ
এরা কবি, সকলেই কবি, আউলা কবি।

কবি ও মানুষের কোলাকুলি সাহারার তুষারে
তারপর গুহার ভিতর
মশাল জ্বেলে না-দিনে, না-রাত্তিরে এলিজি পাঠ।
দোতারা ম্যান্ডোলিন মিলেঝুলে ধ্বংসের ধুন।

নারীও আছে জলসায়, গায়ে ছায়ার গন্ধ
অন্ধকারের টকের সঙ্গে ঝাল লঙ্কা চটকে
ওরা দৈব ভর্তা খায়, শীত তাড়ায়, বমি তাড়ায়
আধফোটা শিশুর গায়ে আদি শ্যাওলা।

No comments

Powered by Blogger.