ছেলেবেলায় তিনি

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিক যমজ দুই ভাই একই রকম দেখতে হলে যা হয়! আলাদা আলাদা নাম হলেও প্রতিবেশীরাও একজনকে আরেকজন ভেবে ভুল করে বসত।


পাড়া-পড়শিদের এই ভোগান্তি অবশ্য বেশি দিন পোহাতে হয়নি। ওপরের ছবিটিতে যাকে দেখছেন, সেই ছেলেকে মাত্র আট বছর বয়সে সোমালিয়া থেকে ইংল্যান্ডে নিয়ে আসেন তার বাবা। সোমালিয়ায় গৃহযুদ্ধের কারণে উদ্বাস্তু হিসেবেই বাবার ইংল্যান্ডে থাকার সুযোগ হয়েছিল। ছেলেটির ইচ্ছা ছিল বড় হয়ে ফুটবলার হওয়া। প্রিয় দল ছিল আর্সেনাল। কিন্তু যে স্কুলে পড়ত, সেই স্কুলের কোচ তাকে দেখে বুঝতে পারেন, ফুটবলে নয়, অ্যাথলেটিকসেই এই ছেলের ভবিষ্যৎ। এই ছেলেই এখন বিশ্ব অ্যাথলেটিকসের বড় তারকা। বলুন তো কে? মো ফারাহ।

No comments

Powered by Blogger.