নারায়ণগঞ্জে খন্দকার মোশাররফ- দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলীয় সরকারের অধীনে দেশে একদলীয় নীলনকশার নির্বাচন হতে দেওয়া হবে না। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে ভারত চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।


নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতের সাবেক সাংসদ মজিবুর রহমান ও এলডিপির মহাসচিব রেদোয়ান আহামেঞ্চদ। খন্দকার মোশাররফ বলেন, বিদ্যুতের দাম বেড়েছে কয়েক গুণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা।
খন্দকার মোশাররফ তাঁর বক্তব্যে কক্সবাজারের রামুসহ বিভিন্ন স্থানে বৌদ্ধপল্লিতে হামলার তীব্র নিন্দা জানান। তাঁর অভিযোগ, হলমার্ক, ডেসটিনি ও শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা জড়িত।

No comments

Powered by Blogger.