ও বন্ধু আমার by তৌফিক অপু

মাহিনের ঘোড়াগুলো এ্যালবামের একটা গান আছে, ‘হাত বাড়ালে বন্ধু সবাই হয় না, বাড়ালে হাত বন্ধু পাওয়া যায় না।’ প্রকৃত বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। নাগরিক জীবনে ব্যস্ত মানুষগুলো যেন বন্ধুত্বের আসল স্বরুপ খুঁজে পাচ্ছে না। মনে প্রশ্ন একটাই প্রকৃত বন্ধুর সংজ্ঞা কি?


দার্শনিক, গণিতবিদ, জোতির্বিজ্ঞানী পিথাগোরাসকে জিজ্ঞাসা করা হয়েছিল বন্ধু কাকে বলে? তাঁর উত্তর ছিল তাঁর দার্শনিক চিন্তার মতই। তিনি বলেছিলেন বন্ধু হচ্ছে ২২০ আর ২৮৪ সম্পর্কই হচ্ছে বন্ধুত্ব। তিনি অঙ্কের মাধ্যমে দেখান ২২০ এর উৎপাদক হচ্ছে ১,২,৪,৫,১০,১১,২০,২২,৪৪,৫৫ ও ১১০। এগুলোকে যোগ করলে হয় ২৮৪। আবার ২৮৪ এর উৎপাদক হচ্ছে ১,২,৪,৭১ ও ১৪২। এগুলোর যোগফল ২২০। গণিতে এ দুটি জোড়া হচ্চে জোড়া সংখ্যা। সুতরাং একজনকে ভেঙ্গে যোগ করলে যদি আরেকজনকে পাওয়া যায় তাহলে তারা দু’জনে পরস্পরের বন্ধু। প্রকৃত অর্থেই বন্ধুর নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। একেকজন একেকভাবে বন্ধুকে সংজ্ঞায়িত করে থাকেন। তবে সাদামাটাভাবে বন্ধুত্ব মানে হচ্ছে সম্পর্ক। কিন্তু কেমন এ সম্পর্ক তা নিয়ে রয়েছে নানা ধরনের মতবাদ। ‘বন্ধু’ ছোট্ট এই শব্দটির মধ্যে রয়েছে নির্ভরতা, বিশ্বস্ততা। বন্ধুর মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায়। একজন ভাল বন্ধুর সহচার্য জীবনে অনেক বড় পাওয়া। জীবনের পথ চলায় বন্ধু যেন গতি সঞ্চারক হিসেবে কাজ করে। বন্ধুর প্রতি বন্ধুর অকৃত্রিম ভালবাসার টানে আজ বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব বন্ধু দিবস। প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার পালিত হয় বিশ্ব বন্ধু দিবস। এ দিবসকে কেন্দ্র করে প্রস্তুতি চলে ব্যাপক আয়োজনের। খাবার দাবার থেকে শুরু করে পোশাক আশাক কোন কিছুই যেন বাদ যায় না এ উৎসবকে কেন্দ্র করে। এবারে এ উৎসবে বাড়তি আনন্দ যোগ করেছে রোজার ঈদ। যে কোন উৎসবে একে অপরকে গিফট দেয়া বাঙালীর চিরায়ত বৈশিষ্ট্য। আর সেটা যদি হয় বড় কোন উৎসব তাহলে তো কথাই নেই। এবারে ঈদ এবং বন্ধু দিবস কাছাকাছি হওয়াতে উৎসাহের মাত্রা যেন একটু বেশিই। যে কারণে কেনাকাটার পরিমাণও বেশি। গিফটের তালিকায় সবার আগে রয়েছে পোশাক। যে কারণে ফ্যাশন হাউসগুলো বাড়তি প্রস্তুতি নিয়ে রেখেছে। ঈদ এবং বন্ধু দিবস উভয় উৎসবেরই পোশাকের সমাহার ঘটিয়েছে। বিশেষ করে আজিজ সুপার মার্কেটে এর প্রভাব সবচেয়ে বেশি লক্ষণীয়। তবে অন্যান্য শপিং মলগুলোতেও দেখা মিলবে বন্ধু দিবসের ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, শর্ট শার্ট, সালোয়ার কামিজ, শাড়ি ইত্যাদি। দামও হাতের নাগালে। এছাড়াও রয়েছে নানা রকম শো পিছ গিফট আইটেম। যা আকৃষ্ট করছে ক্রেতাদের। তাছাড়া হাত ঘড়ি কিংবা ব্রেসলেট বন্ধু দিবসের গিফট হিসেবে বেশ মানানসই। আর্চিজ, হলমার্ক, গিফটল্যান্ডসহ বেশকিছু শো রুমে বন্ধু দিবসের আকর্ষণীয় কার্ডসহ নানা রকম গিফট আইটেম পাওয়া যাচ্ছে। গিফটের বেশ ভেরিয়েশন রয়েছে এসব শো রুমগুলোতে। এখন বিভিন্ন উৎসব মানেই ফ্যাশন হাউসের ব্যস্ততা বেড়ে যাওয়া। সে কারণেই বন্ধু দিবস নানাভাবে প্রভাবিত করে ফ্যাশন ট্রেন্ডকে।
ছবি : আরিফ আহমেদ
মডেল : ইশানা ও দ্বীপ

No comments

Powered by Blogger.