'দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় হুমকি লস্কর-ই-তৈয়বা'

পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় হুমকি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কর্মসূচির এক শীর্ষ কর্মকর্তা। লস্করের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন তিনি।


সন্ত্রাসবিরোধী কর্মসূচির সমন্বয়ক ডানিয়েল বেঞ্জামিন সম্প্রতি ওয়াশিংটনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, 'লস্কর-ই-তৈয়বার দুর্বল হয়ে পড়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আমাদের জন্য এটি খুবই উদ্বেগের বিষয়। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় লস্কর-ই-তৈয়বার হুমকি হয়ে থাকার বিষয়টি নিয়ে আমি অনেক সময়ই কথা বলেছি।'
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বার্ষিক প্রতিবেদন 'কান্ট্রি রিপোর্ট অন টেরোরিজম ২০১১' প্রকাশের পর এক প্রশ্নের জবাবে বেঞ্জামিন বলেন, 'আমরা লস্কর-ই-তৈয়বার বিরুদ্ধে আরো ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান জানাচ্ছি। মুম্বাই হামলায় জড়িত এ দলের হোতাদের বিরুদ্ধে বিচারকাজে আমরা আরো অগ্রগতি দেখতে চাই। সন্ত্রাসের রাজ্যে লস্কর নিঃসন্দেহে বড় ধরনের হুমকি।'
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যকার যে কোনো শান্তি প্রচেষ্টা নস্যাতের পরিকল্পনা রয়েছে লস্কর-ই-তৈয়বার। এতে বলা হয়, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য আলোচনার মধ্য দিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমনে আশার সঞ্চার হলেও দু দেশের মধ্যে সুসম্পর্কের বিরোধী লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো নতুন নতুন হামলা চালিয়ে সম্পর্কের বরফ গলার যে কোনো আশাই ধুলিস্যাৎ করে দেওয়ার সূদূর প্রসারী পরিকল্পনা করেছে। সূত্র ঃ রয়টার্স।

No comments

Powered by Blogger.