সাধারণ শিৰা দিয়ে নারী দাসত্ব মুক্ত হয় না- মনত্মব্য করলেন আবদুল গাফ্্ফার চৌধুরী

শিশু ও নারী শিার ওপর জোর দিয়ে নিজের পায়ে দাঁড়াবার আহ্বান জানিয়ে প্রথিতযশা প্রবীণ সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী স্পষ্ট করেই বললেন, শুধু সাধারণ শিা দিয়ে নারীকে দাসত্বমুক্ত করা যাবে না। দিতে হবে আত্নরা, আত্ননির্ভরশীলতা, দাসত্ব না করার শিা।


সোমবার দুপুরে তিনি বগুড়া সদরের গোদারপাড়ায় রাবেয়া মেমোরিয়াল কেজি স্কুলের উদ্বোধন ও জাহিদুর রহমান মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বগুড়ায় তাঁর এই আগমন প্রথম উলেস্নখ করে বলেন, 'জীবনের শেষ প্রানত্মে আদি সভ্যতার পীঠস্থান মহাস্থানগড় দেখার আকর্ষণ বগুড়ায় টেনে এনেছে।' একই সঙ্গে েদেশের বিশিষ্ট সাহিত্যিক প্রয়াত সা'দত হোসেন আকন্দের এলাকা দেখারও আকর্ষণ ছিল। বগুড়া শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে গোদারপাড়ায় সা'দত হোসেন আকন্দের স্ত্রী ও চরমপত্রখ্যাত এম আর আখতার মুকুলের মা রাবেয়া খাতুনের নামেই ওই স্কুলের নামকরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সা'দত হোসেন আকন্দের আরেক সনত্মান অধ্যাপক মুসত্মাফা নূরউল ইসলাম। এই অনুষ্ঠানে আব্দুল গাফ্ফার চৌধুরী ও মুসত্মাফা নূরউল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। সকালের অনুষ্ঠান দুপুরে শুরম্ন হয়ে বিকেল পর্যনত্ম গড়ালেও প্রথিতযশা সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীর কথা শোনার জন্য স্কুল ও কলেজের শিক শিাথর্ীসহ সর্বসত্মরের লোক অনুষ্ঠানে উপস্থিত ছিল। শিার প্রসারের ওপর জোর দিয়ে আব্দুল গাফ্ফার চৌধুরী বলেন, শুধু সাধারণ শিা দিয়ে নারীদের এগিয়ে নেয়া যাবে না, দিতে হবে ব্যবহারিক শিা। শিার মানের দিকেও দৃষ্টি দেয়া দরকার। তিনি লন্ডনের অভিজ্ঞতা বর্ণনায় বলেন, অনেক বাঙালী নারী-পুরম্নষ লন্ডনে গিয়ে রেসত্মরাঁয় কাজসহ নিম্ন মানের কাজ করছে। মধ্যপ্রাচ্যে গিয়ে ছেলেরা শেখদের বাড়ির চাকর হচ্ছে, মেয়েরা বেশ্যাবৃত্তিতে লিপ্ত হচ্ছে। এভাবে শিার নামে যেন অশিা দেয়া না হয়। আদম ব্যাপারীদের খপ্পরে যেন কেউ না পড়ে। দেশে নারী নির্যাতনের চিত্র দেখে তিনি আতঙ্কিত হয়ে স্পষ্ট করে বলেন, এখন থেকে নারী শিাথর্ীদের আত্নরার কৌশল শিা দিতে হবে। প্রাথমিক স্কুলে শিার পাঠের সঙ্গে যোগ ব্যায়াম চালু করে আত্নরার কৌশলের পথে এগিয়ে নিতে হবে। বিলেতে নারীদের আত্নরার কৌশল শেখানো হয়। পুরম্নষরা নির্যাতন করতে এলে বিলেতের নারীরা উচিত শিা দিয়ে দেয়। তিনি বলেন, নারী শিা শুধু আরিক শিা নয়, ব্যবহারিক শিার বিকাশ ঘটিয়ে নারীকে আত্নরার শিা, আত্ন উপার্জনের শিা, দাসত্ব না করার শিা দেয়া দরকার এখনই। মহীয়সী নারী বেগম রোকেয়ার দৃষ্টানত্ম তুলে ধরে তিনি বলেন, এই দেশেরই মাটিতে বেগম রোকেয়া যে মডেল হয়ে আছেন সেই দেশের নারী কেন বঞ্চনার শিকার হবে! পুরম্নষের কটূক্তি থেকে রা পেতে কেন হিজাব বোরখা পরতে হবে। তিনি বলেন, আগে প্রাথমিক স্কুলে যে শিা দেয়া হতো এখন তা দেয়া হয় না। দেশে বহু ইউনিভার্সিটি তৈরি হয়েছে, সেখানে মানসম্পন্ন শিা নেই। এই ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার। তিনি বগুড়ার কৃতীসনত্মান সা'দত আলী আকন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর ছেলে এম আর আখতার মুকুল মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার থেকে যে চরমপত্র পাঠ করে যুদ্ধকে এগিয়ে নিয়ে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ অতিথি অধ্যাপক মুসত্মাফা নূরউল ইসলাম বলেন, মাতা, মাতৃভাষা ও মাতৃভূমির উপরে কিছু নেই। কোন দেশই উন্নত হয় না যদি মেয়েরা শিতি না হয়। আর মানুষ হওয়ার পথ শুধু অআকখ শিা নয়, যথার্থ শিাই মূল কথা। জাহিদুর রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, পৌরসভার মেয়র জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলী আসগর হেনা, লন্ডন প্রবাসী ড. তৈয়ব হোসেন ও তাহমিনা হোসেন । লন্ডন প্রবাসী তৈয়ব হোসেন এই স্কুল প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। তিনি ওই এলাকার নাম গোদারপাড়া পাল্টে লালকমল নাম রাখার প্রসত্মাব করেন। অনুষ্ঠান শেষে স্কুল ও কলেজের শিাথর্ীরা গান ও নাচ পরিবেশন করে। বিকেলে আব্দুল গাফ্ফার চৌধুরী মহাস্থানগড় গিয়ে প্রাচীন ও আদি সভ্যতার নিদর্শন দেখেন। সন্ধ্যার পর বগুড়া প্রেসকাবে এলে সাংবাদিকরা তাঁকে স্বাগত ও সংবর্ধনা দেয়। তিনি সাংবাদিকদের সঙ্গে কিছুটা সময় কাটান।

No comments

Powered by Blogger.