কিউরিওসিটি মঙ্গলে নামবে কাল

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, তাদের তৈরি বিশালাকায় রোবট অভিযাত্রী মঙ্গলের বুকে আগামীকাল সোমবার অবতরণ করবে। কিউরিওসিটি নামের একটি নভোযান ওই রোবটকে নিয়ে ভূপৃষ্ঠ থেকে গত নভেম্বরে যাত্রা শুরু করে।


কিউরিওসিটির প্রায় ৫৭ কোটি কিলোমিটারের দীর্ঘ যাত্রা এখন শেষের পথে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা নভোযানটির গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে গত বৃহস্পতিবার জানিয়েছেন। নাসার মঙ্গল অভিযান কর্মসূচির প্রধান ডগ ম্যাককুইসশন বলেন, ‘মঙ্গলপৃষ্ঠে আমাদের যন্ত্রপাতিবোঝাই একটি ছোট যান অবতরণ করতে যাচ্ছে। ঘটনাটি হবে বিস্ময়কর, দুঃসাহসী ও উত্তেজনাপূর্ণ।’
মঙ্গল অভিযানে এ পর্যন্ত পাঠানো বিভিন্ন মহাকাশযানের মধ্যে কিউরিওসিটিই সবচেয়ে বড় এবং অত্যাধুনিক। এটি মঙ্গলের বুকে পাওয়া গভীর গর্তের ভেতরের পাথর নিয়ে পরীক্ষা চালাবে এবং ওই গ্রহে অণুজীবের নিদর্শন ছিল কি না, তা অনুসন্ধান করবে। কিউরিওসিটির এ অভিযানে ২০৫ কোটি মার্কিন ডলার ব্যয় হচ্ছে। নভোযানটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে মঙ্গলে অবতরণ করবে। বিবিসি।

No comments

Powered by Blogger.