প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া

সুপ্রিয় ভর্তিচ্ছু বন্ধুরা, তোমরা যারা দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দেশ সেরা প্রকৌশলী ও প্রযুক্তিবিদ হতে চাও তারা যেনে নাও তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির
বিস্তারিত তথ্য।


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) : চট্টগ্রাম বিভাগের অন্যতম শ্রেষ্ঠ এ বিশ্ববিদ্যালয়টিতে আসনসংখ্যা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১৩০, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ১৩০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৩০, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১২০, ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, লেদার ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, আরবান এ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ে ৩০, আর্কিটেকচারে ৩০ ও পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ৩০। উপজাতিদের জন্য ১০টি এবং রাখাইন সম্প্রদায়ের জন্য একটি সংরক্ষিত আসন রয়েছে। আবেদনের যোগ্যতা : এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ থাকতে হবে। গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজীর প্রতিটিতে আলাদাভাবে কমপক্ষে জিপিএ-৩.০০ থাকতে হবে। গড় গ্রেড পয়েন্ট ৪.০০ হতে হবে। ও-লেভেল পরীক্ষার্থীদের জন্য কমপক্ষে পাঁচটি বিষয়ে পাস করতে হবে এবং এ-লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিতে গড়ে বি গ্রেড থাকতে হবে। পরীক্ষা পদ্ধতি : ২ ঘণ্টা ৩০ মিনিটে পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজীতে সর্বমোট ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হয়। বিস্তারিত িি.িপঁবঃধপ.নফ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে আটটি বিষয়। আসনসংখ্যা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১২০, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ১২০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১২০, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, ইলেকট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, লেদার ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ ও আরবান এ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ে ৬০। আবেদনের যোগ্যতা : এ বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজীÑ এ চার বিষয়ে ন্যূনতম মোট জিপিএ-১৭ থাকতে হবে। গণিত, পদার্থ ও রসায়নে আলাদাভাবে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ ও ইংরেজীতে ৩.০০ থাকতে হবে। ও-লেভেল পরীক্ষার্থীদের জন্য পাঁচটি বিষয়ে পাস নম্বর থাকতে হবে। এ-লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিতে গড়ে বি গ্রেড পেয়ে পাস করতে হবে। পরীক্ষা পদ্ধতি : পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজীতে ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেয়া হয়। িি.িশঁবঃধপ.নফ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) : আসন সংখ্যা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১২০, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ১২০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১২০, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৩০ ও ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৩০। আবেদনের যোগ্যতা : এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪ থাকতে হবে। গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজী এ চার বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৭ থাকতে হবে। গণিত, পদার্থ ও রসায়নে আলাদাভাবে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ ও ইংরেজীতে ৩.০০ থাকতে হবে। ও-লেভেল পরীক্ষার্থীদের জন্য পাঁচটি বিষয়ে পাস করতে হবে এবং এ-লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিতে গড়ে বি গ্রেড থাকতে হবে। পরীক্ষা পদ্ধতি : পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজীতে ৭০০ নম্বরের পরীক্ষা হয়। ৫০ শতাংশ এমসিকিউ এবং লিখিত পদ্ধতিতে ৫০ শতাংশ। সময় ৩ ঘণ্টা। িি.িৎঁবঃধপ.নফ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) : বরিশাল তথা পুরো দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে বিএসসি এজি (অনার্স), বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএসসি ফিশারিজ (অনার্স), ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং বিএসসি (অনার্স) ইন ডিজাস্টার ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রী প্রোগ্রামের লেভেল-১, সেমিস্টার-১ এ শিক্ষার্থী ভর্তি করা হবে। ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’, ১২টা থেকে ১টা পর্যন্ত ‘বি’ এবং ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন। আবেদনকারীর অবশ্যই এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষা উভয় ক্ষেত্রে চতুর্থ বিষয় বাদে যে কোন একটিতে ন্যূনতম জিপিএ-২.৫সহ জিপিএ-৬.০০ থাকতে হবে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে। ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় নোটিসবোর্ড, ওয়েবসাইট জাতীয় দৈনিক এবং মোবাইল ফোনের মাধ্যমে জানা যাবে ভর্তির ফল। িি.িঢ়ংঃঁ.ধপ.নফ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) : সিলেট বিভাগের এই বিশ্ববিদ্যালয়ে সাতটি স্কুলের অধীনে নতুন তিনটি বিভাগসহ মোট ২৫টি বিভাগ রয়েছে। ‘এ’ ও ‘বি’ এই দুটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে বাংলা প্রশ্নপত্রে, এমসিকিউ পদ্ধতিতে। ২০১১-১২ শিক্ষাবর্ষে আবেদনের যোগ্যতা এখনও নির্ধারণ করা হয়নি। গত বছরের নির্ধারণ করা নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিক/আলিম/ডিপ্লোমা ইন কমার্স এবং মাধ্যমিক/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ-৩.০০সহ মোট জিপিএ থাকতে হবে ৭। মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরীক্ষার তারিখ ২৯ অক্টোবর। আসনসংখ্যা : কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড পলিমার সায়েন্সে ৫০, ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৫০, সিভিল এ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে ৫০, পেট্রোলিয়াম এ্যান্ড জিওরিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩০, আর্কিটেকচারে ৩০ ও ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩০।
আবেদনের যোগ্যতা : এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০০সহ সর্বমোট জিপিএ-৬.৫০ থাকতে হবে। গণিত, পদার্থ, রসায়ন, ইংরেজীসহ প্রতিটিতে আলাদাভাবে জিপিএ-৩.০০ পেতে হবে। ‘ও’ লেভেল পরীক্ষার্থীদের জন্য কমপক্ষে তিনটি বিষয়ে বি গ্রেড এবং ‘এ’ লেভেল পরীক্ষায় দুটি বিষয়ে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে।
পরীক্ষা পদ্ধতি : ৭০ নম্বরের এমসিকিউ পরীক্ষা। সময় ১ ঘণ্টা। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। আর্কিটেকচারে ৩০ নম্বরের ড্রইং ও স্থাপত্যবিষয়ক সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হবে। িি.িংঁংঃবফঁ.নফ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মভাবিপ্রবি) : এ বিশ্ববিদ্যালয়টিতে আসনসংখ্যা কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৫০, ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৫০ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৫০। আবেদনের যোগ্যতা : এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে চতুর্থ বিষয় বাদে জিপিএ-৩.০০সহ সর্বমোট জিপিএ-৭.০০ থাকতে হবে। পরীক্ষা পদ্ধতি : ১২০ নম্বরের লিখিত পরীক্ষা। নম্বর বণ্টন : ইংরেজী ১৫, রসায়ন ৩৫, পদার্থ ৩৫, গণিত ৩৫। িি.িসনংঃঁ.ধপ.নফ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) : আসন সংখ্যা : ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৩৫, পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ৩৫, রাসায়নিক ও শিল্প প্রকৌশলে ৪০। আবেদনের যোগ্যতা : এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায়ই চতুর্থ বিষয় বাদে জিপিএ-৩.০০সহ মোট জিপিএ-৭.০০ থাকতে হবে। পরীক্ষা পদ্ধতি : গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজী বিষয়ে ১০০ নম্বরের এমসিকিউ। বিস্তারিত িি.িলংঃঁ.বফঁ.নফ

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ববিপ্রবি) : গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হবে ২০ আগস্ট। টেলিটক মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করা যাবে ১২ অক্টোবর পর্যন্ত। ১ থেকে ২৪ নবেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। ক্লাস শুরু হবে এ বছরের ডিসেম্বর মাসে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ফলিত রসায়ন ও তড়িৎ, গণিত, ব্যবস্থাপনা ও ইংরেজী বিষয়ে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। িি.িনংসৎধঁ.বফঁ.নফ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) : আসনসংখ্যা : কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৫০, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৫০, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৪০, ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৪০। আবেদনের যোগ্যতা : এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায়ই চতুর্থ বিষয় বাদে কমপক্ষে জিপিএ-৩.০০সহ সর্বমোট জিপিএ-৬.৫০ থাকতে হবে। পরীক্ষা পদ্ধতি : এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেয়া হবে। বিস্তারিত জানতে লগ ইন করুন িি.িঢ়ঁংঃবফঁ.নফ

ইমাদুল হক প্রিন্স

1 comment:

  1. prokoushol o projukti bishobiddyaloy er moddhe kintu BUET o pore. echara CUET, KUET, RUET o DUET ache. ei 5 ta varsity theke pash korlei tara engineer hoy. Apnar jana uchit je ekhane ullekhito Onnano biggan o projukti bishobiddaloy theke pash korle taderke kono engineering degree deya hoy na.Engineering degree dey sudhu BUET, CUET, KUET, RUET and DUET. r ekhane CUET somporke ullekhito onek information e vul ache. doya kore ektu lokkho korle valo hobe. THANKX

    ReplyDelete

Powered by Blogger.