দেশকে তুমি কী দিয়েছ by ফারুক নওয়াজ

দেশ তোমাকে ঠাঁই দিয়েছে, দিচ্ছে গাছের ছায়া
কাজল মাটির শীতল পরশ মায়ের মতো মায়া।


স্বাধীনভাবে চলার সাহস কণ্ঠ ছেড়ে গাওয়া—
ইচ্ছে হলে নদীর জলে হাপুস-হুপুস নাওয়া

দেশ তোমাকে সব দিয়েছে, দেয়নি কী সে বলো?
মাটির দেওয়া খাদ্য খেয়ে পেট ফুলিয়ে চলো।
মায়ের ভাষায় বলছ কথা, দিচ্ছে না কেউ বাধা—
তবুও যদি দেশকে দুষো—ভাবব তুমি গাধা।

দেশের পাহাড় দেশের সাগর দেশের বনভূমি
এসব আছে বলেই বাঁচার স্বপ্ন দেখো তুমি।
দেশের হাওয়ার ঝিরঝিরানি আবেগ ছড়ায় বুকে—
তখন তুমি কল্পকথার রাজ্যে পড়ো ঢুকে।

সৃষ্টিসুখের বৃষ্টিধারা জোনাকজ্বলা নিশি
জোছনা রাতের চাঁদটি যেন স্বর্ণরঙের শিশি।
মিষ্টি ঝিঁঝির ঝিনঝিনানি, ঝুমঝুমানো নদী—
দেশ তোমাকে সব দিয়েছে, দিচ্ছে নিরবধি।

দেশ কি শুধু দিয়েই যাবে? দেশ কি শুধুই দেবে?
দেশকে তুমি কী দিয়েছ, বলো তো ভাই ভেবে?

No comments

Powered by Blogger.