ক বি তা-দু খণ্ড by সানাউল হক খান

ব্যাধির সমান্তরালে
আছে তবু স্বপ্ন আর দুরারোগ্য
ব্যাধির মতোন অনুভূতি


এগুলো না-থাকলে আমি-তো মৃতবৎ
প্রেতের আত্মীয়
ব্যাধির সমান্তরালে না-দাঁড়ালে
কীভাবে প্রাপ্তিকে বলি, সুখ
সে’ কারণে কবিতা আমার কাছে
ঋণগ্রস্ত সত্যে অদ্বিতীয়—

এই আমি ভেবেও পাইনে
কেন মানুষ এমন স্বপ্নহীন-দ্যুতি
অকারণে অমরত্ব-লোভে
বাড়িয়ে তুলছে তার অসুখ-বিসুখ

আঁধারের বিপরীতে
চোখের পানিতে ঠোঁট ভিজিয়ে চুম্বন করি
কখন ভুলে যাই—তুলে রাখি তাই সযতনে
আমাদের চোখ; তারার আদলে বেদনা গড়ি
সহস্র স্মৃতির ভারবাহী প্রেম জ্বলে অগোপনে

কাটা-আঙুলের রক্তধারায় ললাটে টিপখানি
ঈশ্বরের খুব কষ্ট হবে তা মুছে ফেলে দিতে
তোমার সে-মুখ আলো ভরা এক প্রদীপ জানি
ভালোবাসা এমন চুপিসারে দাঁড়ায়
আঁধারের বিপরীতে।

No comments

Powered by Blogger.