নতুন ঐশ্বরিয়া

তিনি একজন, যার হাঁচির খবরও ভারতের জাতীয় ইস্যুতে পরিণত হয়! ১৮ বছর আগে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় পরেছিলেন। হয়তো সেদিন থেকেই খ্যাতির বিড়ম্বনার সঙ্গে বন্ধুত্ব। পাঁচ বছর আগে তাঁর বিয়ে বলিউডের সর্বকালের সবচেয়ে আলোচিত বিয়েতে পরিণত হয়।


অথচ হাতেগোনা কাছের মানুষদেরই আমন্ত্রণ জানিয়েছিল বর-কনের পরিবার। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর বাচ্চা জন্ম দেওয়ার আগ পর্যন্ত বাজিকরেরা লাখো-কোটি রুপির বাজির খেলায় মাতোয়ারা হয়ে পড়ে। বাচ্চার জন্ম হওয়ার পর তার নাম নিয়ে, বাচ্চার ছবি খোঁজা নিয়ে চলে আরেক সার্কাস। আন্তর্জাতিক পত্রিকা ২০ মিলিয়ন ডলার পর্যন্ত প্রস্তাব করে তাঁর কন্যার একটি ছবির আশায়। তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। আর তাঁর মেয়ে আরাধ্য বচ্চন। আরাধ্যকে নিয়ে ঐশ্বরিয়া এবার কান চলচ্চিত্র উৎসবে যাবেন—এই খবরে ভারতীয় প্রচারমাধ্যম অনেকটা দিশেহারা হয়ে যায়। ঐশ্বরিয়া কোন পোশাক পরবেন? কার সঙ্গে যাবেন? সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে গাড়িতে বসা ঐশ্বরিয়ার মুটিয়ে যাওয়া একটি ছবি প্রকাশিত হয়। সেই ছবি থেকে ধারণা পেয়ে অনেকে হিসাব কষতে বসে যান, কান উৎসবে ঐশ্বরিয়া নিশ্চয়ই হালকা রঙের পোশাক পরবেন। অবশেষে গত ২৪ মে ঐশ্বরিয়া কানের লাল গালিচায় তাঁর একাদশতম সফর পূর্ণ করেন। পশ্চিমা পোশাকে নয়, আবু জানি-সন্দীপ খোসলার নকশা করা শাড়ি পরে গালিচার শোভা বাড়ান অ্যাশ। ঘিয়ের ওপর সোনালি জরির কাজের শাড়ি পরা এ এক নতুন ঐশ্বরিয়া! চাইনিজ কলার ও ফুলহাতা সোনালি ব্রোকেড ব্লাউজ। মাথার ওপর উঁচু করে বাঁধা খোঁপা পেঁচানো ছিল সোনার তৈরি ব্যান্ড দিয়ে, আর চোখে ছিল কাজল। এবারের কান উৎসবে এইডসবিষয়ক সচেতনতা তৈরিতে একটি দাতব্য প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। কিন্তু পুরো ভারতের জাতীয় ইস্যুতে পরিণত হয় ঐশ্বরিয়ার মুটিয়ে যাওয়া ফিগার। কেউ বলেন, সাবেক এই বিশ্বসুন্দরী এতটা বেখেয়ালি হবেন, তা মানা যায় না! কেউ ঐশ্বরিয়ার নিন্দা করে ফেসবুকে স্ট্যাটাস দেন। ছিঃছিঃ রব ওঠে চায়ের কাপে। আরাধ্যর বয়স ছয় মাস পেরিয়েছে। এখনো তার মায়ের এই স্থূল স্বাস্থ্য মেনে নেওয়া যায় না।
এই যখন অবস্থা বলিউডে, হলিউড কিংবা কানে কিন্তু দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। ২৫ মে সন্ধ্যায় লি গ্র্যান্ড জার্নালের ক্যানেল স্টুডিওতে উৎসবের প্রেসিডেন্ট জিল জ্যাকব আয়োজিত এক টিভি সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন অ্যাশ ও হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইন। অ্যালেক বলেন, ‘আমি আপনার অনেক বড় ভক্ত। হলিউডে আপনার নাম বলতে সবাই অজ্ঞান।’ অনুষ্ঠান ধারণ শেষে অ্যালেক অ্যাশের সঙ্গে তার বাগদত্তা হিলারিয়া টমাসকে পরিচয় করিয়ে দেন। হিলারিয়া জানান, তিনি ১৯৯৪ সাল থেকেই ঐশ্বরিয়ার ভক্ত। তবে আরাধ্য জন্মের পর অ্যাশ আরও সুন্দর হয়ে গেছেন। টোয়ালাইট সাগা খ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসন ডেইলি মোশন পত্রিকায় বলেন, ‘বিস্ময়কর হলেও সত্য, কান চলচ্চিত্র উৎসবে এবার সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়াকে। তাঁর চেহারার লাবণ্যই আমাকে টেনেছে সবচেয়ে বেশি।’ মুড ছবির অভিনেত্রী রিজ উইদারস্পুন এবার অন্তঃসত্ত্বা অবস্থায় কান উৎসবের লাল গালিচায় হাঁটেন। তিনি ফ্রান্সে স্থানীয় একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সন্তান জন্ম দেওয়ার পর আমিও চাইব ভারতের ঐশ্বরিয়ার মতোই নিজের লাবণ্য ধরে রাখতে, নিজের মাতৃত্বকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে।’ ঐশ্বরিয়ার একটি বিজ্ঞাপন চিত্রে তাঁর সহ-মডেল কেট উইন্সলেট বলেন, ‘স্যালুট জানাই ঐশ্বরিয়াকে। তিনি ইচ্ছা করলেই এবারের কান উৎসবে অংশ নেওয়া থেকে বিরত থাকতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। নারীত্ব, মাতৃত্বকে ঘরকুনো করে রাখেননি। তিনি প্রমাণ করেছেন, একজন মা চাইলে সব পারেন। আমার বিশ্বাস, ইচ্ছা করলে ঐশ্বরিয়া খুব শিগগিরই আবার তার ছিপছিপে গড়ন ফিরিয়ে আনবেন।’
এই যখন মন্তব্য হলিউড তারকাদের, তখন ঐশ্বরিয়ার সহকর্মীরাও পিছিয়ে থাকেন কী করে? মল্লিকা শেরাওয়াত এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ঐশ্বরিয়াকে এবার কান উৎসবে দেখে তিনি অপমানিত বোধ করেছেন। ভারতের নাম ডোবানোর কোনো অধিকার তাঁর নেই।’ এই মন্তব্যের রেশ ধরে অভিনেত্রী প্রীতি জিনতা বলেন, ‘সবাই কেন ভুলে যাচ্ছেন ঐশ্বরিয়া একজন অভিনেত্রীর পাশাপাশি একজন নারী, একজন মা? আরাধ্যর বয়স এখন মাত্র ছয় মাস। আমি দেখেছি, অ্যাশ দিন-রাত নিজ হাতে তাঁর মেয়ের দেখাশোনা করছেন। এই সময় বাচ্চার যত্ন নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ নাকি তাঁর ফিগার শেপে আনা?’ শোভা দের মতো লেখিকা, যিনি কিনা সব সময়ই ঐশ্বরিয়ার সমালোচনায় মুখর থাকেন, তিনিও এবার ঐশ্বরিয়ার পক্ষ নিয়ে লিখেছেন, ‘মুটিয়ে যাওয়ার পর ঐশ্বরিয়ার লাবণ্য যেন আরও বেড়েছে। যেসব নারী ঐশ্বরিয়ার ফিগার নিয়ে সমালোচনায় মুখর, তারা এককথায় ঈর্ষাকাতর! ঐশ্বরিয়া তার ক্যারিয়ার, সংসার যেভাবে সামলেছেন এবং এখন যেভাবে সন্তান লালনপালন করছেন, আমি অ্যাশকে স্যালুট জানাই।’
অমিতাভ বচ্চনও পুত্রবধূর পক্ষে সাফাই গাইতে তাঁর ব্লগে লিখেছেন, ‘ভুলে যাবেন না, তারকারাও রক্তে-মাংসে গড়া মানুষ।’ অভিষেক বচ্চন অবশ্য এসব বিষয়ে কোনো মন্তব্যই করতে নারাজ। ঐশ্বরিয়াও একই পথে হাঁটছেন। সমালোচকদের বিষয়ে কোনো শব্দ ব্যয় করতে তিনি নারাজ। স্মিত হেসে শুধু অ্যাশ জানান, ‘আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন!’
 রুম্মান রশীদ খান
ডেইলি ভাস্কর, রিয়েল বলিউড, বলিস্পাইস, ফিল্মিক্যাফে, বলিউড হাঙ্গামা, বিজন্যাস অব সিনেমা, মিড ডে, রেডিফ, গ্ল্যামশ্যাম, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি ডট কম অবলম্বনে

No comments

Powered by Blogger.