শিবপুরে আ.লীগের বাধায় ঠিকাদার নিয়োগ হচ্ছে না

নরসিংদীর শিবপুর উপজেলায় তিনবার দিন ধার্য করেও একটি প্রকল্পের পাঁচটি কাজের ঠিকাদার নিয়োগ দিতে পারেনি উপজেলা প্রশাসন। সাধারণ ঠিকাদারদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধায় ঠিকাদার নিয়োগ হচ্ছে না।


শিবপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় ঠিকাদারদের ভাষ্যমতে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে একটি প্রকল্পের অধীন গত ২২ ডিসেম্বর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে ৩৮ লাখ টাকা ব্যয়ে পাঁচটি কাজের দরপত্র আহ্বান করা হয়। কাজগুলোর মধ্যে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গেজেটেড সরকারি কর্মকর্তাদের বাসভবন মেরামত, উপজেলা পরিষদের কার্যালয় (পুরাতন) মেরামত, নন-গেজেটেড কর্মকর্তাদের বাসভবন (চামেলি ও পুষ্পলতা) মেরামত, উপজেলা পরিষদের কার্যালয় (নতুন) মেরামত, নন-গেজেটেড কর্মকর্তাদের বাসভবন (গোধূলি ও বর্ণালী) মেরামত। এসব কাজ পেতে প্রায় ৬০টি ঠিকাদারিপ্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগের জন্য প্রথমে ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় দিন ধার্য করা হয়। কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে আওয়ামী লীগ-সমর্থিত দুই পক্ষের ঠিকাদারেরা লটারি অনুষ্ঠান বর্জন করেন। পরে ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। সেদিন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে হট্টগোল করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন। ওই দিনও ঠিকাদার নিয়োগ দিতে পারেনি প্রশাসন।
তৃতীয় দফায় গতকাল রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জোনায়েদুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের একাংশের শতাধিক নেতা-কর্মী উপজেলা কার্যালয়ে মোটরসাইকেল নিয়ে মহড়া দেন। তাঁরা ইউএনওর কার্যালয় ঘিরে রাখলে ঠিকাদার নিয়োগ করা সম্ভব হয়নি। তারপর আগামী বৃহস্পতিবার চতুর্থবারের মতো দিন ধার্য করে প্রশাসন।
জোনায়েদুল নরসিংদী-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ মো. জহিরুল হক ভূঁইয়ার ছোট ভাই।
ওই পাঁচটি কাজে দরপত্র জমা দেওয়া স্থানীয় মেসার্স জেসমিন টেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার মুখে বিশেষ করে জোনায়েদুল ইসলামের বাধার মুখে বারবার দিন ধার্য করেও ঠিকাদার নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ, জোনায়েদ নামমাত্র লটারি দেখিয়ে কাজগুলো নিতে চাচ্ছেন। আর এটি করতে পারছেন না বলেই তিনি ঠিকাদার নিয়োগে বাধা দিচ্ছেন।’
একই অভিযোগ ঠিকাদার এমআরএম ব্রাদার্সের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান ও মেসার্স মমতাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহবুব খানের।
অভিযোগ অস্বীকার করে জোনায়েদুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের সমর্থক ঠিকাদারেরা একটি সমঝোতায় যেতে তিন দিনের সময় চেয়েছেন। এ কারণে আজ (গতকাল) ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি। সমঝোতায় যেতে না পারলে আগামী বৃহস্পতিবার স্বচ্ছতার সঙ্গে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।’
যোগাযোগ করলে শিবপুরের ইউএনও হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বহিরাগত কয়েকজন নেতা-কর্মীর বাধায় বারবার ঠিকাদার নিয়োগের কাজ পিছিয়ে যাচ্ছে। পর্যাপ্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করে আগামী বৃহস্পতিবার ঠিকাদার নিয়োগের কাজ সম্পন্ন করব।’

No comments

Powered by Blogger.